বংশীহারী, 12 নভেম্বর: বংশীহারী থানার বাথরুমের ভেতরে ভোরবেলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক গৃহবধূ (Suicide Attempt at police station)৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, ওই গৃহবধূকে পুলিশ বংশীহারী ব্লকের জামার এলাকা থেকে ধরে নিয়ে আসে। থানাতে আসার কিছুক্ষণ পরেই তিনি বাথরুমে যান কিছু মহিলা সিভিকদের সঙ্গে । দীর্ঘক্ষণ বাথরুম থেকে না-বেরোল সন্দেহ হয় বাইরে কর্মরত সিভিকদের । বাথরুমে উঁকি মারলে চোখে পড়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ৷ সিভিকদের চিৎকারে ছুটে আসে আরও অন্যান্য পুলিশ কর্মীরা । এরপরেই দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় বের করা হয় ওই গৃহবধূকে ।
তড়িঘড়ি ওই গৃহবধূকে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক । দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার জানিয়েছে, তারা তদন্ত করছে ৷ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
জানা গিয়েছে, রাতের বেলা শশুর বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে সাইকেল নিয়ে যাচ্ছিলেন দু'জন ৷ সেই সময় সিভিক পুলিশকে দেখে সাইকেল ফেলে রেখে পালিয়ে যান প্রেমিক । কর্মরত সিভিক পুলিশ আটকে দেন ওই গৃহবধূকে ৷ তিনি আর পালাতে পারেন না ৷ পরবর্তীতে বংশীহারী থানার পুলিশ গিয়ে জামার এলাকা থেকে নিয়ে আসে গৃহবধূ বেবি খাতুনকে (24) ৷