পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিপ্লব মিত্রকে বেইমান বলে কটাক্ষ - বিপ্লব মিত্রকে বেইমান বলে আক্রমণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল

বিপ্লব মিত্রকে বেইমান বলে আক্রমণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ৷ পালটা তাঁর মেন্টর পদ নিয়ে কটাক্ষ করেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ৷

শুভাশিস পাল

By

Published : Aug 30, 2019, 9:14 AM IST

হরিরামপুর, 30 অগাস্ট : বিপ্লব মিত্রকে বেইমান বলে আক্রমণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল ৷ পালটা তাঁর মেন্টর পদ নিয়ে কটাক্ষ করেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ৷ গতকাল হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় 65 তম রাজ্য কাবাডি প্রতিযোগিতা ৷ উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ, হরিরামপুর ব্লকের BDO শ্রীমান বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল-সহ আরও অনেকে ৷

হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে 65 তম রাজ্য কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন...

শুভাশিসবাবু বলেন, "ওই বেইমান লোকটার জন্য আমি কী করিনি ৷ আমাকে বাদ দিয়ে কোনও নির্বাচনে জিতেছে? আমার পরিবারের উপর লাঞ্ছনা ৷ দুষ্কৃতী দিয়ে আমার দাদাকে খুন করে জলে ফেলে দিয়েছে ৷ " শুভাশিসবাবুকে আক্রমণ করে গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, " তাঁর মুখে এই ধরনের কথা মানায় না ৷ বিপ্লব মিত্রের হাত ধরে তিনি রাজনীতিতে এসেছিলেন ৷"

প্রশান্ত মিত্র, প্রাক্তন চেয়ারম্যান গঙ্গারামপুর পৌরসভা

For All Latest Updates

TAGGED:

TMC

ABOUT THE AUTHOR

...view details