বংশীহারী, 23 মার্চ : সরকারের পক্ষ থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে বলা হয়েছে ৷ কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই বংশীহারীর স্কুলে পড়ুয়াদের মধ্যে চাল ও আলু বিতরণ করা হল ৷ আজ কুশকারি কেবিবিএস উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোরোনার পরিস্থিতির উপর নজর রেখে শিক্ষকদের আরও সতর্ক হওয়া উচিত ছিল ৷
মিড ডে মিলের চাল-আলু নিতে স্কুলে ভিড় পড়ুয়াদের - দক্ষিণ দিনাজপুর
মিড ডে মিলের চাল ও আলু যাতে পড়ুয়াদের বাড়িতে পৌঁছে যায়, তা নির্দিষ্ট করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী ৷
কোরোনার সামগ্রিক পরিস্থিতির উপর লক্ষ্য রেখে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ভিড় না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বংশীহারীর কুশকারি কেবিবিএস স্কুলে দেদার চাল ও আলু বিতরণ করা হল ৷ স্কুল ইউনিফর্মে পড়ুয়ারা এক জায়গায় হাজির হয়ে সেসব গ্রহণ করল ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাল ও আলু নিতে যাওয়ার কথা ছিল অভিভাবকদের ৷ তার পরিবর্তে পড়ুয়াদের মধ্যে সেগুলি বিলি করা হয় ৷ ইউনিফর্ম পরে স্কুলে জমায়েত করে তারা ৷ মাত্র পাঁচ-ছ’জন অভিভাবক সেখানে উপস্থিত ছিলেন ৷
স্কুলের প্রধান শিক্ষক বিমল কুমার দত্ত জানান, ‘‘খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছে অর্ডার এসেছে যে, 23 তারিখের মধ্যে সমস্ত মিড ডে মিলের চাল এবং আলু দিয়ে দিতে হবে । কিন্তু আমরা স্কুলের পক্ষ থেকে অভিভাবকদেরকে খবরটা দিয়েছি । ছাত্র-ছাত্রীদের আসতে বারণ করেছি ৷ তাদের জায়গায় আসবে তাদের অভিভাবকরা । সেই জায়গায় বেশিরভাগ ছাত্র-ছাত্রী এসেছে । ফলে আমরা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করেছি ।’’