দক্ষিণ দিনাজপুর, 27 মার্চ: "আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিকে চলছে, তাতে রাজ্যে কাশ্মীরের মত পরিস্থিতির সৃষ্টি হবে। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। নইলে বাংলার মানুষের হাল হবে কাশ্মীরী পণ্ডিতদের মতো।" রবিবার বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder Critisizes WB Govt)।
Sukanta Majumder Critisizes WB Govt: রাজ্যে কাশ্মীরের মত পরিস্থিতি তৈরি হবে, বালুরঘাটে তোপ সুকান্তের - law and order in the state will be like Kashmir, says Sukanta Majumder in Balurghat
"আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিকে চলছে, তাতে রাজ্যে কাশ্মীরের মত পরিস্থিতির সৃষ্টি হবে। নইলে বাংলার মানুষের হাল হবে কাশ্মীরী পণ্ডিতদের মতো।" বালুরঘাটে একথা বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder Critisizes WB Govt)।
আরও পড়ুন :Kashmiri Pandits killing cases : কাশ্মীরী পণ্ডিতদের হত্যা মামলার তদন্ত ফের শুরু হবে ?
বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে এদিন দলের কর্মকর্তাদের নিয়ে একটি কর্মিসভা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সভা শেষে সুকান্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, বাংলায় আইনের শাসন নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় অস্ত্র উদ্ধার হচ্ছে, এই ঘটনায় প্রমাণিত পুলিশ আগে থেকেই জানত কোথায় কোথায় অস্ত্র আছে। কিন্তু নির্দেশ না পাওয়ায় কিছু করণীয় ছিল না পুলিশের। রাজ্য এখন ক্রিমিনালরা চালাচ্ছে। আগে বিহারের মুঙ্গের থেকে অস্ত্র আসত, এখন এরাজ্যেই অস্ত্র তৈরি হচ্ছে। রাজ্য বারুদের স্তুপের উপর বসে রয়েছে। পাশাপাশি তিনি মালদার বোমা বিস্ফোরণে শিশু মৃত্যু, উত্তর 24 পরগনায় নাবালিকা ধর্ষণ নিয়ে সরব হন।