বালুরঘাট, 9 জুলাই: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে প্রহসন বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ৷ শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত ৷ তিনি জানান, বাংলার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নেতা, কর্মী, সমর্থকদের উপর অত্যাচারে খবর পেয়ে উদ্বিগ্ন সর্বভারতীয় বিজেপি সভাপতি জিপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁকে ফোন করে সব খবর নিয়েছেন বিজেপির এই দুই শীর্ষ নেতা ৷ পাশাপাশি, এই পঞ্চায়েত নির্বাচনের পর মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত বলে তিনি মনে করেন ৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সব ঘটনার প্রতিবাদে দ্রুত আদালতে মামলা দায়ের করবেন বলেও জানান সুকান্ত ৷ সারাদিন ধরে পশ্চিমবঙ্গজুড়ে প্রায় একই চিত্র নজরে এসেছে ৷ বহু নির্বাচন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে ৷ সুকান্ত মজুমদার জানান, অনেক জায়গায় এই সব লাইনে ভোটারদের উপর আক্রমণ চালানো হয়েছে ৷
সুকান্তর আরও দাবি, রাজ্য নির্বাচন কমিশন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের হাত ধরে সারা বাংলায় রক্তগঙ্গা বয়ে গিয়েছে ৷ নির্বাচনের নামে পশ্চিমবঙ্গ পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে রাজ্যের প্রতিটি জেলায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয়েছে ৷ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে বলে তাঁর অভিযোগ ৷