বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন বহিষ্কার থাকার পর দলে ফিরেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর ও কার্যকরী সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা শুভাশিস পাল ওরফে সোনা পাল । দায়িত্ব পেতেই গাড়িতে নীল বাতি ও হুটার লাগিয়েছেন । যা নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে বিতর্ক । মেন্টরের গাড়িতে আদৌ নীল বাতি ও হুটার লাগানো যায় কি না তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল । যদিও শুভাশিস পালের দাবি, প্রশাসনের পক্ষ থেকে তার গাড়িতে নীল বাতি ও হুটার লাগিয়ে দেওয়া হয়েছে ।
তৃণমূল নেতার গাড়িতে নীলবাতি ও হুটার, বিতর্ক দক্ষিণ দিনাজপুরে
জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব পেতেই তৃণমূল নেতা শুভাশিস পালের গাড়িতে চড়েছে নীল বাতি ও হুটার, বিতর্ক জেলা জুড়ে ।
হরিরামপুরের দাপুটে তৃণমূল নেতা সোনা পাল একসময় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন । তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি বিপ্লব মিত্র দল বিরোধী কাজের জন্য সোনাকে দল থেকে বহিষ্কার করেন । লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূলের ভরাডুবির পর বিপ্লব মিত্রকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে অর্পিতা ঘোষকে দায়িত্ব দেওয়া হয় । বিপ্লববাবু তারপর BJP-তে যোগ দেন । পরবর্তীতে জেলা সভাপতির দায়িত্ব পেয়ে অর্পিতা ঘোষ দলে ফেরান সোনা পালকে।
BJP-র দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, " যারা হেরে যাচ্ছে তাদের মাথায় মুকুট পরিয়ে প্রশাসকের বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে । যখন BJP শাসিত রাজ্যের নেতা-মন্ত্রীরা গাড়ি থেকে নীলবাতি ও হুটার খুলে দিচ্ছে, তখন পশ্চিমবঙ্গের নেতা-মন্ত্রীরা আরো বেশি করে গাড়িতে নীলবাতি ও হুটার লাগাচ্ছে । তৃণমূলের আমলে রাজ্য থেকে জেলা নেতা কেউ আইন মানেন না । সে ক্ষেত্রে এটাই স্বাভাবিক । কিছুদিন পরে মানুষই শুভাশিসবাবুর গাড়ি থামিয়ে নীলবাতি ও হুটার খুলে নেবেন । "