পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Girl Child Controversy : বিল না মেটানোয় আটকে রাখে মালদার নার্সিংহোম, অভিযোগ বালুরঘাটের সেই প্রসূতির - Balurghat Latest News

মালদার একটি নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দেন এক তরুণী ৷ অভিযোগ, মেয়ে হওয়ায় তাঁর স্বামী তাঁকে ফেলে পালিয়ে যান ৷ বালুরঘাটের ওই তরুণীকে উদ্ধার করে প্রশাসন ৷ তার পর তরুণীর দাবি, বিল না মেটানোয় আটকে রাখে মালদার নার্সিংহোম (Malda Girl Child Controversy) ৷

south dinajpur police rescued mother daughter from malda nurshing home
Malda Girl Child Controversy : বিল না মেটানোয় আটকে রাখে মালদার নার্সিংহোম, অভিযোগ বালুরঘাটের সেই প্রসূতির

By

Published : Dec 4, 2021, 8:01 PM IST

বালুরঘাট , 4 ডিসেম্বর : মেয়ে হওয়ায় নার্সিংহোমে ফেলে বাড়ি চলে যাওয়ার অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে ৷ কিন্তু 24 ঘণ্টা ঘুরতে না ঘুরতেই এই ঘটনা নতুন করে ধোঁয়াশা তৈরি হল ৷

মালদার যে নার্সিংহোম ওই প্রসূতি পূজা মারডি ও তাঁর সদ্যোজাত কন্যাকে সরকারি হোমে পাঠানোর উদ্যোগ নিয়েছিল, শনিবার খবর পাওয়া গেল যে, তারাই নাকি বিল না মেটানোর অভিযোগে পূজা ও তাঁর মেয়েকে আটকে রেখেছিল ৷

ওই নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ তবে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ-প্রশাসন মা ও মেয়েকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়েছে (south dinajpur police rescued mother daughter from malda nurshing home) ৷ ঘটনাটি ঠিক কী, তাও খতিয়ে দেখছে জেলা পুলিশ ৷

প্রসঙ্গত, শুক্রবার মালদার একটি খবর সামনে আসে ৷ জানা যায়, সেখানকার একটি নার্সিংহোমে ভর্তি পূজা মারডি নামে এক প্রসূতিকে তাঁর স্বামী ফেলে চলে গিয়েছেন ৷ কারণ, পূজা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷ নার্সিংহোম কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে কথা বলে মা ও শিশুকে হোমে পাঠানোর উদ্যোগ নেয় ৷

কিন্তু শনিবার জানা গেল, পূজা গুরুতর অসুস্থ হয়ে পড়ায়, তাঁর স্বামী সুরজ বেসরা তাঁকে প্রথমে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু সেখানে পরিস্থিতির অবনতি হয় ৷ তখন তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷

অভিযোগ, যে অ্যাম্বুল্যান্সে পূজাকে মালদা নিয়ে যাওয়া হচ্ছিল, তার চালক মালদার ওই নার্সিংহোমে নিয়ে যায় সুরজদের ৷ তারপর সেখানেই ভর্তি করা হয় ৷ সেখানেই পূজা কন্যাসন্তানের জন্ম দেন ৷ তবে টানা চারদিন তিনি অসুস্থ ছিলেন ৷ পরে চেতনা ফিরে পান ৷

পূজার বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বানহাট খাঁড়িপাড়ায় ৷ শুক্রবার তিনি সেখানে পৌঁছে যান ৷ তার পর তিনি জানান, নার্সিংহোমে তিন লাখ কুড়ি হাজার টাকার বিল হয়েছিল ৷ ধার দেনা করে 20 হাজার টাকা শোধ করেছিলেন তাঁর স্বামী । সেই কারণে 20 দিন তাঁকে নার্সিংহোমে আটকে রাখা হয়েছিল ৷

পূজার পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর স্বামী সুরজ মহাজনের কাছ থেকে দাদন নিয়ে 20 হাজার টাকা জোগাড় করেন ৷ সেই টাকা নার্সিংহোমে দেন ৷ তার পর ভিনরাজ্যে কাজ করতে চলে যান ৷ পূজার দাবি, তাঁদের টাকা তো নেই ৷ এমনকী, স্বাস্থ্যসাথী কার্ডও নেই ৷ তাই এই বিপত্তি তৈরি হয় ৷

বিল না মেটানোয় আটকে রাখে মালদার নার্সিংহোম, অভিযোগ বালুরঘাটের সেই প্রসূতির

তবে পূজা মারডির দাবি, তাঁর সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও খারাপ ব্যবহার করেনি ৷ কিন্তু টাকা মিটিয়ে দেওয়ার জন্য চাপ দিত । যেটুকু টাকা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব, সেটুকু দিয়েই তাঁকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে বলে পরিবারকে । শেষ পর্যন্ত প্রশাসনিক হস্তক্ষেপে ছাড়া পেয়েছেন তিনি ও তাঁর মেয়ে । তিনি চাইছেন দ্রুত তাঁর স্বামী ফিরে আসুক ।

আরও পড়ুন :Husband left Wife : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রী ও সদ্যোজাতকে ছেড়ে পালালেন স্বামী

বালুরঘাটের ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা জানান, মালদা পুলিশের থেকে খবর পেয়ে তাঁদের ফিরিয়ে আনা হয়েছে । মেডিক্যাল কলেজের পরিবর্তে ওই প্রসূতিকে কেন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, তা খতিয়ে দেখতে অ্যাম্বুল্যান্স চালকের খোঁজ করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details