I
বালুরঘাট, 5 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী । এর জন্য আজ রাত 9টা থেকে নয় মিনিট বাড়ির আলো নিভিয়ে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর আবেদন করেন তিনি । তাঁর এই আবেদনে অনেকেই সাড়া দিয়েছেন । এমন অবস্থায় স্থানীয়দের সচেতন করতে উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর দমকল বিভাগ । দমকল বিভাগের পক্ষ থেকে বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুরে করা হয় সচেতনতামূলক মাইকিং । মূলত কীভাবে ও কোথায় প্রদীপ বা মোমবাতি জ্বালাতে হবে তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন দমকল বিভাগের কর্মীরা ।
3 এপ্রিল জাতির উদ্দেশে ভিডিয়ো বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদি । যেখানে কোরোনা মোকাবিলায় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান তিনি । মানুষ যে ঐক্যবদ্ধভাবে কোরোনার মোকাবিলা করছেন তা জানান দিতে আজ রাত 9টায় 9 মিনিটের জন্য বৈদ্যুতিন আলো বন্ধ রাখার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী । ওইসময় মোমবাতি, প্রদীপ, টর্চ লাইট অথবা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালানোর আবেদন করেছেন তিনি ।
প্রদীপ, মোমবাতি থেকে অঘটন এড়াতে সচেতনতামূলক প্রচার দক্ষিণ দিনাজপুরেও - awareness
আজ কীভাবে প্রদীপ বা মোমবাতি জ্বালাবে তা নিয়ে সচেতনতামূলক প্রচার দমকল বিভাগের।
সেই অনুয়ায়ী, আজকে অনেকেই রাত 9টায় মোমবাতি ও প্রদীপ জ্বালাবেন বলে মনস্থির করেছেন । চৈত্র মাসে হাওয়া বেশি হয় । তাই আগুন লাগার ভয় থেকেই যায় । এমন অবস্থায় প্রদীপ , মোমবাতি জ্বালানোর সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তা মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করলেন অগ্নিনির্বাপণ কর্মীরা । মোমবাতি বা প্রদীপ জ্বালাতে গিয়ে কোনও রকমভাবে যাতে অঘটন না ঘটে তা থেকে সাধারণ মানুষকে সতর্ক করেন দমকলকর্মীরা । গতরাত থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর একযোগে দমকল বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হয়।
দমকল বিভাগের মাইকিংয়ের বলা হচ্ছে, মোমবাতি, প্রদীপ ঘরের ভেতরে জ্বালানো যাবে না । প্রদীপ বা মোমবাতি যখন জ্বালাবেন তখন যেন সেখানে জানালা দরজার পর্দা, কাগজপত্র বা কোনও আসবাবপত্র না থাকে। তবে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর থেকে টর্চ বা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালানো অনেকটা নিরাপদ বলে দমকল বিভাগের পক্ষ থেকেও প্রচার করা হচ্ছে ।