বালুরঘাট, 17 জুন : করোনা পরিস্থিতিতে বালুরঘাট শহর ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় ড্রোনের সাহায্যে সানিটাইজেশনের উদ্যোগ নিল বিজেপি । বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বালুঘাট শহরের থানা মোড়ে, প্রশাসনিক ভবনের সামনে, বালুরঘাট আদালতের সামনে সহ বিভিন্ন এলাকার রাস্তায় ড্রোন ওড়ানো হয় । ড্রোনের সাহায্যে এলাকাগুলিতে স্যানিটাইজার স্প্রে করা হয় ।
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, বিভিন্ন দফতরের কাছে অনুমতি নিয়ে একটি সংস্থার সাথে কথা বলে ড্রোনের সাহায্যে বালুরঘাট ও গঙ্গারামপুর শহর স্যানিটাইজেশন আরও করা হবে । ড্রোনের সাহায্য নিয়ে সমগ্র এলাকায় অতি দ্রুত স্যানিটাইজ করা সম্ভব ।
জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মণ বলেন, বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় ও পরবর্তীতে শহর সংলগ্ন অন্যান্য এলাকায় বিজেপির পক্ষ থেকে স্যানিটাইজ করা হবে ড্রোনের মাধ্যমে ।
করোনা মোকাবিলায় ড্রোনে করে স্যানিটাইজেশন; উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির আরও পড়ুন...কদম্বগাছির 80 জন ঘরছাড়া বিজেপি কর্মীকে ঘরে ফেরাল প্রশাসন
যদিও বালুরঘাটে বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল । জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকী বলেন, করোনা আবহে স্টান্ট রাজনীতি করছে বিজেপি । ড্রোন থেকে ধোঁয়া বা ওষুধের জল বের হতে দেখা যায়নি । সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে । রাজ্যে করোনা সংক্রমণ রুখতে তৃণমূল লাগাতার কাজ করে চলেছে মানুষের জন্য । সব দিক থেকে সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।