বালুরঘাট, 13 মে : কোরোনা মোকাবিলায় নির্ভীকভাবে দিনরাত লড়েছেন স্বাস্থ্যকর্মীরা । এবার তাঁদের সংবর্ধনা দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। আজ মোট 15 জন স্বাস্থ্যকর্মীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে।
জরুরি পরিষেবার যুক্ত তাঁরা । এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়ে চলেছেন । চিকিৎসক, নার্সদের পাশাপাশি এই স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় সদা তৎপর । চিকিৎসক, নার্সরা যখন হাসপাতালে পরিষেবা দিচ্ছেন, ঠিক তখনই বাড়ি বাড়ি গিয়ে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে পড়ুয়াদের তথ্য সংগ্রহ করছেন আশাকর্মী, সেকেন্ড ANM, HA(F) এবং হেলথ সুপার ভাইজ়ার কর্মীরা । সংক্রমণের ভয়কে জয় করে রোজ বাড়ি বাড়ি, এলাকা এলাকা ঘুরে বেড়াচ্ছেন তাঁরা । এইসব স্বাস্থ্যকর্মীদের পরিষেবা প্রদানে আরও উৎসাহিত করতে নতুন উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের । প্রথম ধাপে মোট 15 জন স্বাস্থ্যকর্মীকে সংবর্ধনা ও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে । বালুরঘাট ও হিলি ব্লক মিলিয়ে ছ'জন আশা কর্মী, চারজন HA(F) কর্মী, চারজন সেকেন্ড ANM ও একজন হেলথ সুপার ভাইজ়ারকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, DIG প্রসূন বন্দ্যোপাধ্য়ায়, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্য আধিকারিকরা।