পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্বশুরবাড়ির সেপটিক ট্যাঙ্কে যুবকের দেহ, গ্রেপ্তার 6 - কুশমণ্ডি

শ্বশুরবাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার জামাইয়ের দেহ । ঘটনায় গ্রেপ্তার বিবি-শ্বশুরবাড়ির সদস্যসহ এক সিভিক ভলান্টিয়ার । তদন্তে নেমেছে পুলিশ ।

son-in-law was killed by mother-in-law
জামাইকে খুন

By

Published : Mar 7, 2020, 11:54 PM IST

Updated : Mar 8, 2020, 8:22 AM IST

কুশমণ্ডি, 7 মার্চ : কুশমণ্ডির বানিহারি গ্রামে নিকাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে খুনের অভিযোগ । মৃতের নাম সোহেল রানা (23) । গতকাল শ্বশুরবাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার হয়। আজ বিবি এবং এক সিভিক ভলান্টিয়ার সহ 6 জনকে গ্রেপ্তার করা হয় ।

প্রায় বছর দেড়েক আগে কুশমণ্ডির খুঁটিপুর গ্রামের সোহেলের সঙ্গে বানিহারির সুলতানা রাজিয়ার নিকাহ হয় । এরপর সোয়েল ও রাজিয়া দিল্লিতে চলে যান । মাঝে মাঝে রাজিয়ার পরিবারের সঙ্গে দেখা করার জন্য আসতেন । সোহেল ও রাজিয়ার 10 মাসের একটি সন্তান রয়েছে । জানুয়ারির মাঝামাঝি মেয়ে জামাইকে নিয়ে নিজের বাড়ি ফেরেন রাজিয়ার আম্মা জ্যোৎস্না । তারপর থেকে সোহেলকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দিত না বলে অভিযোগ করেন সোহেলের পরিবারের সদস্যরা ।

এমনকী 3 মার্চ রাজিয়া একাই শ্বশুরবাড়ি যান । সেখানে গিয়ে রাজিয়া জানান, সোহেল কানপুরে স্টেশনে নেমে যান ৷ তারপর থেকে খোঁজ পাওয়া যায়নি । সোহেলের মা আকালি খাতুন বলেন, রাজিয়াকে চাপ দিতেই সব কথা ফাঁস হয়ে যায় । সেই মোতাবেক সোহেলের পরিবার কুশমণ্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজিয়ার আব্বার বাড়িতে শুক্রবার রাতে তল্লাশি চালায় । সেপটিক ট্যাঙ্ক থেকে সোহেলের দেহ উদ্ধার হয় । গ্রেপ্তার করা হয় রাজিয়ার পরিবারের 5 জনকে । সঙ্গে আরও এক সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তার হয়েছে ।

অন্যদিকে স্থানীয়রা জানায়, বাসল এলাকার কোলেন্দারি আলি নামে ওই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে রাজিয়ার সম্পর্ক ছিল । সে কথা ফাঁস হয়ে যায় সোহেলের কাছে । আর তা নিয়েই শাশুড়ির সঙ্গে জামাইয়ের বচসা বাধে । তাই সোহেলকে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় । সোহেলের পরিবার দোষীদের কঠোর শাস্তির আর্জি জানিয়েছে ।

Last Updated : Mar 8, 2020, 8:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details