বংশীহারী, 4 মার্চ : দেশজুড়ে কোরোনা আতঙ্ক । ইতিমধ্যে 28 জনের শরীরে কোরোনার সংক্রমণ দেখা গেছে । এনিয়ে জনগণকে সচেতন করে টুইট করেছেন প্রধানমন্ত্রী । জরুরি বৈঠক ডেকেছেন স্বাস্থ্যমন্ত্রীও । এই পরিস্থিতিতে কোরোনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এল অন্যসুর । আজ বুনিয়াদপুরের সভা থেকে তিনি বলেন, "দিল্লির হিংসা ভুলিয়ে দেওয়ার জন্য কোরোনা কোরোনা চলছে । দিল্লির ঘটনা ঢাকতে অনেকে কোরোনা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন।"
দিল্লির ঘটনা ভোলাতে কোরোনা নিয়ে মাতামাতি হচ্ছে : মমতা - mamata banerjee attacks bjp
দিল্লির হিংসা ঢাকতে কোরোনাকে ইশু করা হচ্ছে । অনেকে এটা নিয়ে খুব মাথা ঘামাচ্ছেন । আজ বুনিয়াদপুরের সভায় এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
সংবাদ মাধ্যমের একাংশকেও একহাত নেন মমতা । তাঁর কথায়, বেশ কয়েকটি সংবাদমাধ্যম কোরোনা নিয়ে বেশি মাতামাতি করছে । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ অনেকে কোরোনা কোরোনা করে বেশি মাথা ঘামাচ্ছে । বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে মাতামাতি চলছে । নিশ্চয়ই একটা রোগ । সারা পৃথিবী চিন্তা করছে । যখন হবে নিশ্চয়ই বলবেন । আমরা চাই এর ওষুধ বের করা হোক । আমরা রোগকে রোগের মতো দেখি । আমরা চাই না বাংলায় কারও কোরোনা হোক । কিন্তু তাই বলে, যারা মরে গেল, তাদের কিন্তু কোরোনা হয়নি । এতগুলো মানুষ যাদের খুন করা হল । তাঁদের কিন্তু ডেঙ্গি বা সোয়াইন-ফ্লুতে মৃত্যু হয়নি । তাঁরা যদি কোরোনার মতো মারণ রোগে মারা যেতেন, তাহলে মনকে সান্ত্বনা দেওয়া যেত একটা অসুখ বেরিয়েছে, তার কোনও চিকিৎসা নেই, ওষুধ নেই তাই মারা গেল ।"
নাম না করে BJP কে আক্রমণ করে মমতা বলেন, "স্বাভাবিক স্বতঃস্ফূর্ত জ্যান্ত মানুষগুলোকে পুড়িয়ে মেরে দিলেন আপনারা । একবার ক্ষমাও চাইলেন না । আরও মিছিল করে বলছে, দেশকে গদ্দারোকো গোলি মারো। কিন্তু মনে রাখবেন বাংলা আর উত্তরপ্রদেশ এক নয় ।"