গঙ্গারামপুর, 4 জুলাই : দলের কিছু বিশ্বাসঘাতকের জন্যই লোকসভা ভোটে হার হয়েছে । দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে বিপ্লব মিত্রকে আক্রমণ করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভানেত্রী অর্পিতা ঘোষ । তিনি জানান, হার-জিত জীবনের নিয়ম । এবারের ভোটে জয়লাভ করলে 2021-র বিধানসভা নির্বাচনে তৃণমূলের 6টি আসন হাতছাড়া হয়ে যেত ।
বালুরঘাটে দলের সংগঠন মজবুত করতে নতুন করে ব্লক কমিটি গঠন করছেন তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ । গতকাল গঙ্গারামপুরের চৌমাথায় সেই ব্লক কমিটির সভায় নাম না করে বিপ্লব মিত্রকে আক্রমণ করলেন অর্পিতা । লোকসভা ভোটের পর বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে জেলা পরিষদের 10 সদস্যকে নিয়ে BJP-তে যোগদান করেন । তাই জেলা পরিষদ দখল রাখতে মরিয়া তৃণমূল । ব্লক কমিটির সভা থেকেই লোকসভা ভোটে পরাজয় প্রসঙ্গে অর্পিতা ঘোষ বলেন, "মানুষ এখনও তৃণমূলের সঙ্গে রয়েছেন । 2014-র থেকে এবার বেশি শতাংশ ভোট পেয়েছি । আমাদের মধ্যেকার কয়েকজন বিশ্বাসঘাতক উলটো দিকে ভোট করিয়ে দিল বলেই আমরা হেরে গেলাম । কোনও দুঃখ নেই । হার-জিত জীবনের নিয়ম । আর হেরে গেছি বলেই 2021 সালে 6টা আসন তৃণমূল কংগ্রেস পাবে ।" এরপরই তিনি নাম না করে বিপ্লব মিত্রের উদ্দেশ্যে বলেন, " যারা বলেন, মমতার ছবি দিয়ে কাজ হয় না, তাদের বলি যে সময় জিতেছিলেন তখন পিছনে তৃণমূলের প্রতীক আর মুখ্যমন্ত্রীর ছবি ছিল । মমতা ব্যানার্জির জন্যই সবাই তৃণমূল কংগ্রেসে আছেন । দল বড় কোনও ব্যক্তি বড় নয় । দম থাকলে আগামীদিনে আবার ভোটে জিতে দেখান । তৃণমূল কংগ্রেসকে হারানো এত সোজা নয় ।"