পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাট হাসপাতালে তীব্র রক্তসংকট, সমস্যায় রোগীরা - ব্লাড ব্যাঙ্ক

কোরোনা সংক্রমণের ফলে জেলায় রক্তদান শিবির বন্ধ আছে ৷ অথচ বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে প্রতিদিন করে 20 থেকে 25 ইউনিট রক্তের প্রয়োজন । এর মধ্যে 10-12 ইউনিট থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দেওয়ার জন্য প্রয়োজন হয় । রক্তদান শিবির বন্ধ থাকায় তীব্র রক্তসংকট দেখা দিয়েছে ৷

BLOOD CRISIS
বালুরঘাট হাসপাতালে তীব্র রক্ত সংকট

By

Published : Jul 29, 2020, 10:31 PM IST

বালুরঘাট, 29 জুলাই : কোরোনা ও লকডাউনের জেরে তীব্র রক্তসংকট দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লাডব্যাঙ্কে । রক্তের জন্য ব্লাডব্যাঙ্কে অনুরোধ করেও তা মিলছে না । জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লাডব্যাঙ্কে মজুত থাকা রক্তের পরিমাণ তলানিতে এসে ঠেকেছে । কোরোনা ও লকডাউনের জন্য রক্তদান শিবির না হওয়ায় এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে । এই অবস্থায় রক্তদান দান করতে ব্লাডব্যাঙ্কে যোগাযোগ করার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা ।

কোরোনা ও লকডাউনের জন্য গত 19 জুলাইয়ের পর থেকে রক্তদান শিবির বাতিল হয়েছে। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাসপাতালে থাকা ব্লাডব্যাঙ্কে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে । ফলে সমস্যায় পড়ছেন থ্যালাসেমিয়া থেকে জরুরি বিভাগে আসা রোগীরা । যেসব থ্যালাসেমিয়া রোগীরা রয়েছেন তাঁদের রক্তের জোগান দিতে হিমশিম খাচ্ছে ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষ।

তীব্র রক্ত সংকট
বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে প্রতিদিন গড়ে 20 থেকে 25 ইউনিট রক্তের প্রয়োজন হয় । যার মধ্যে 10-12 ইউনিট থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দেওয়া হয় । এছাড়াও দুর্ঘনাগ্রস্ত ও মুমূর্ষু রোগীদের বাকি রক্ত দেওয়া হয় । তবে কোরোনার সংক্রমণ বেড়ে যাওয়া ও নতুন করে লকডাউন ঘোষণার জন্য ফের বন্ধ হয়ে গিয়েছে রক্তদান শিবির । এর ফলে ব্যাপক রক্ত সংকট দেখা দিয়েছে ব্লাডব্যাঙ্কে । বুধবার পর্যন্ত A পজ়িটিভ 3, A নেগেটি়ভ 3, B পজ়িটিভ 11, AB পজ়িটিভ 6 ও 0 পজ়িটিভ 1 ইউনিট রক্ত বালুরঘাট ব্লাডব্যাঙ্কে মজুত ছিল। এই বিষয়ে বালুরঘাট ব্লাডব্যাঙ্কে রক্ত নিতে আসা বিধান দেবনাথ জানান, তাঁর বাবা হাসপাতালে ভরতি রয়েছেন। রক্তের প্রয়োজন ছিল । কার্ড নিয়েও এসেছিলেন । ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয় রক্ত নেই । তাই তাঁরা ডোনার দিয়ে তাঁর অসুস্থ বাবার জন্য রক্ত নিচ্ছেন । বালুরঘাট ব্লাডব্যাঙ্কের চিকিৎসক রমিত দে জানান, "কোরোনা ও লকডাউনের জন্য জেলাজুড়ে রক্তের সংকট চলছে । 19 জুলাইয়ের পর থেকে বেশ কয়েকটি রক্তদান শিবির বাতিল হয়েছে। তার ফলে রক্তের সংকট বাড়ছে। তবে আগামী শনিবার থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারপর হয়ত স্বাভাবিক হবে পরিস্থিতি। এই অবস্থায় রক্তের জোগান স্বাভাবিক রাখতে ব্লাড ব্যাঙ্কে এসে রক্তদানের আবেদন জানিয়েছেন চিকিৎসক রমিতবাবু।

ABOUT THE AUTHOR

...view details