বংশীহারি, 9 সেপ্টেম্বর : রেশন সামগ্রী তুলতে এসে বারান্দার সানশেড ভেঙে আহত হলেন 8 জন রেশন গ্রাহক । ঘটনাটি ঘটেছে বংশীহারির শায়েস্তাবাদ এলাকার একটি রেশন দোকানে ৷ ওই দোকানের মালিক এবারউদ্দিন আহমেদ । ঘটনাটি খতিয়ে দেখছে বংশীহারি থানার পুলিশ ।
অন্য দিনের মতো বুধবার আমবই, গৌরিপাড়া, করখা থেকে রেশন গ্রাহকরা সকালে রেশন দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন । আচমকা বেলা সাড়ে দশটা নাগাদ রেশন দোকানের উপরে পাকা সানশেডটি দুমড়ে-মুচড়ে ভেঙে পড়ে 8 জন রেশন গ্রাহকের উপর । ওই মুহূর্তে আতঙ্কে বাকি গ্রাহকরা রেশন কার্ড, ব্যাগপত্র ফেলে ভয়ে পালিয়ে যান । উপস্থিত কিছু গ্রাহক ও এলাকাবাসী মিলে আহত 8 জনকে রশিদপুর হাসপাতালে নিয়ে আসেন । আহত 8 জনের মধ্যে 4 জনের আঘাত গুরুতর । তাঁদের গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয় । বাকি আহত 4 জনের রশিদপুর হাসপাতালে চিকিৎসা চলছে । আহতরা হলেন শৈলেন মুর্মু, বাপ্পা দেবশর্মা, তাপস রায়, সমিরন মার্ডি, সুশান্ত হেমরম, তালু সরেন, জুলিয়াস মার্ডি, মার্টিন সরেন । এলাকাবাসীরা জানান সানশেডটি দীর্ঘ দিনের পুরোনো, তাই ভেঙে পড়েছে ।