পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পথ দুর্ঘটনায় জখম BDOকে উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তরের পথে মৃত্যু - BDO

আজ সকালে মালদা সংলগ্ন আমতলি ঘাটে নাকা চেকিং পয়েন্টে যাচ্ছিলেন তপনের BDO ছোগেল মোক্তান তামাং। নাকা চেকিং থেকে ফেরার পথে নিজে গাড়ি চালিয়ে আসছিলেন তিনি। পাশে বসেছিলেন গাড়িচালক। আসার পথে তপন থানার করদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারেন তিনি। গাছে ধাক্কা মেরে গাড়ি নেমে যায় জমিতে। গাছে ধাক্কা মারায় গাড়ি পুরো দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মৃত BDO । আশঙ্কাজনক তাঁর গাড়ি চালক ।

BDO
উত্তরবঙ্গ মেডিকেল

By

Published : May 24, 2020, 6:49 PM IST

Updated : May 25, 2020, 12:56 AM IST

তপন, ২৪ মে: তপনে পথ দুর্ঘটনায় গুরুতর জখম BDO ও তাঁর গাড়িচালক, । BDOকে রেফার করা হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আমতলি ঘাটে নাকা চেকিং থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তপনের BDO ছোগেল মোক্তান তামাং। পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে ইসলামপুরে মৃত্যু হয় তাঁর । পথ দুর্ঘটনায় জখম হয়েছেন BDO-র গাড়ির চালক সুব্রত মণ্ডল। দু'জনকেই উদ্ধার করে প্রথমে তপন গ্রামীণ হাসপাতাল ও পরে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদিকে খবর পেয়ে বালুরঘাট জেলা হাসপাতালে আসেন অতিরিক্ত জেলা শাসক প্রণব কুমার ঘোষ, সদর মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি, তপনের OC সৎকার সংবো সরকার সহ অন্যান্য আধিকারিকরা। BDO-কে ভর্তি করা হয় CCU বিভাগে। BDO-র শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন বালুরঘাটের চিকিৎসক। কিন্তু উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ।

জানা গেছে, আজ সকালে মালদা সংলগ্ন আমতলি ঘাটে নাকা চেকিং পয়েন্টে যাচ্ছিলেন তপনের BDO ছোগেল মোক্তান তামাং। নাকা চেকিং থেকে ফেরার পথে নিজে গাড়ি চালিয়ে আসছিলেন তিনি। পাশে বসেছিলেন গাড়িচালক। আসার পথে তপন থানার করদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারেন তিনি। গাছে ধাক্কা মেরে গাড়ি নেমে যায় জমিতে। গাছে ধাক্কা মারায় গাড়ি পুরো দুমড়ে-মুচড়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান।

BDO-কে তপন হাসপাতাল থেকে নিয়ে আসা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। গুরুতর জখম হওয়ায় তড়িঘড়ি করানো হয় সিটি স্ক্যান। এরপর ভর্তি করা হয় CCU বিভাগে। হাসপাতাল সূত্রে জানা গেছে জখম BDO-র পাঁজরের বেশিরভাগই হাড় ভেঙে গেছে। ফুটো হয়ে যায় ফুসফুস । কেটে যায় অর্ধেক জিভ। এদিকে অবস্থা আরও অবনতি হওয়ায় বালুরঘাট হাসপাতাল থেকে তাঁকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না । অন্যদিকে BDO-র গাড়িচালক সুব্রত মণ্ডল বর্তমানে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তারও একাধিক জায়গায় আঘাত লেগেছে।

BDO- ছোগেল মোক্তান তামাংয়ের বাড়ি দার্জিলিঙয়ে।মাস কয়েক মাস আগে তিনি তপনের BDO হিসেবে কাজে যোগ দেন । অন্যদিকে BDO-র গাড়িচালকের বাড়ি তপনের বাঘইট এলাকায়। এবিষয়ে তপন ব্লক অফিসের কর্মী সুব্রত ধর জানান, ''আজ সকালে আমতলি ঘাট নাকা চেকিং পয়েন্ট পরিদর্শনে গেছিলেন। BDO সেখান থেকে ফেরার পথে করদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়ি। এরপর ধানের জমিতে পড়ে যায় গাড়ি। ঘটনায় গুরুতর জখম হন BDO এবং গাড়ির চালক সুব্রত মণ্ডল। তাদের প্রথমে তপন গ্রামীণ হাসপাতাল ও পরে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।'' পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে ইসলামপুরেই মৃত্যু হয় BDO-এর ।

Last Updated : May 25, 2020, 12:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details