বালুরঘাট, 15 এপ্রিল : একেই লকডাউনের জেরে মার খাচ্ছে ব্যবসা। তারপর ভিড় এড়াতে হাইস্কুল মাঠে সরিয়ে আনা হয়েছিল বাজার । কিন্তু সেখানে না আছে ছাউনি না আছে কোনও জল নিকাশি ব্যবস্থা । বৃষ্টি-ঝড়ে জল ঢুকে যায় দোকানে । এর জেরেই সমস্যায় পড়েছেন বালুরঘাটের তহবাজার এলাকার ব্যবসায়ীরা । জেলা প্রশাসনের কাছে তাঁদের আবেদন, চরম সমস্যায় রয়েছেন তাঁরা । প্রশাসন যেন দ্রুত কোনও পদক্ষেপ করে । ইতিমধ্যেই পুরো বিষয়টি বালুঘাট পৌরসভাকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক নিখিল নির্মল।
কোরোনা মোকাবিলায় 24 মার্চ থেকে লকডাউন চলছে । তাই ব্যবসায় ক্ষতি হয়েছে । এর মাঝেই ভিড় এড়াতে বালুরঘাট পৌরসভার তরফে তহবাজার এলাকা থেকে বাজার সরিয়ে নিয়ে আসা হয়েছে বালুরঘাট হাইস্কুল মাঠে। মার্চের শেষে প্রথমবার বাজার সরানো হয়েছিল । কিন্তু ছাউনি না থাকায় পুরোনো জায়গায় ফিরে যান ব্যবসায়ীরা। শেষে 6 এপ্রিল থেকে হাইস্কুল মাঠেই বাজার বসছে। অস্থায়ী ছাউনি তৈরি করে তার নিচেই দোকান দিয়েছেন ব্যবসায়ীরা ।