বংশীহারী, 09 জানুয়ারি : কুমারগঞ্জে যুবতির খুনের ঘটনা ফের একবার রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ৷ সে কথা মাথায় রেখে নারী সুরক্ষা নিয়ে এবার উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ৷ বুনিয়াদপুর কলেজে ছাত্রীদের তাইকোন্ডোর প্রশিক্ষণ দেওয়া শুরু করা হল প্রশাসনের পক্ষ থেকে ।
মেয়েদের আত্মরক্ষায় তাইকোন্ডো প্রশিক্ষণ প্রশাসনের - self defiance technic training
নিরপত্তা নিশ্চিত করতে কলেজের ছাত্রীদের তাইকোন্ডো প্রশিক্ষণ শুরু হল বুনিয়াদপুর কলেজে ৷ এই প্রশিক্ষণ নিয়ে ছাত্রীদের মতই খুশি অধ্যাপিকারাও ৷
![মেয়েদের আত্মরক্ষায় তাইকোন্ডো প্রশিক্ষণ প্রশাসনের image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5667095-thumbnail-3x2-hh.jpg)
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সুকন্যা ৷ এই প্রকল্পে কলেজ ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু হল বুনিয়াদপুর কলেজে । আগামী দিনে জেলা পুলিশের উদ্যোগে প্রতিটি কলেজে শুরু হবে এই প্রশিক্ষণ । মার্শাল আর্ট, তাইকোন্ডো মত আত্মরক্ষামূলক কৌশল শিখে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন কলেজ ছাত্রীরা ।
ইতিমধ্যেই এই দক্ষিণ দিনাজপুরে প্রথম সুকন্যা ক্লাব খুলেছে কলেজ ছাত্রীরা ৷ আগামী দিনে তারাই নতুন ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করবে ৷ দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত কলেজে গিয়ে মহিলাদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের গুরুত্ব বোঝান ৷ জেলায় কলেজ ছাত্রীরা যাতে কোন প্রলোভনে পা না দেয় সে বিষয়েও সজাগ থাকতে বলেন তিনি ৷