বালুরঘাট, 28 এপ্রিল : কোভিড সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন রাজ্য তথা জেলা প্রশাসন ৷ দক্ষিণ দিনাজপুর জেলার কোভিড পরিস্থিতি নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ৷ তিনি জানান, গত এক সপ্তাহে জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে ৷ সংক্রমণের হার কমাতে সরকারের তরফে নানা পদক্ষেপ করা হচ্ছে ৷ শহরের জনবহুল বিভিন্ন এলাকা, যেমন বাজার, অফিস চত্বরগুলি নিয়মিত স্যানিটাইজ্ড করা হচ্ছে ৷ এছাড়া, বৃহস্পতিবার থেকেই শহরের নানা এলাকায় মাস্ক বিতরণ করা হবে ৷ করোনা নিয়ে সচেতন করা হবে পথচলতি সাধারণ মানুষকে ৷
এদিকে, সারা দেশে যখন কোভিড আতঙ্কে দিশেহারা মানুষ টিকাগ্রহণ কেন্দ্রের বাইরে লম্বা লাইনে ভিড় জমাচ্ছে, ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য প্রশাসন করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার কাজ বন্ধ করে দিল ৷ সিএমওএইচ জানিয়েছেন, নতুন করে টিকা এলেই ফের প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু হবে ৷ আপাতত দ্বিতীয় ডোজের জন্য টিকা রেখে দেওয়া হয়েছে ৷