গঙ্গারামপুর, 25 মার্চ : কোরোনা মোকাবিলায় সদা তৎপর গঙ্গারামপুরের পুলিশ প্রশাসন । আজ সকাল থেকে গঙ্গারামপুর মহকুমার নানা এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ । পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামেন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস, মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ ও ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল । এলাকাগুলি ঘুরে দেখেন তাঁরা । কথা বলেন স্থানীয়দের সঙ্গে । গঙ্গারামপুর,বংশীহারী, ঠেঙ্গাপাড়া,নন্দনপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও মোতায়েন করা হয়েছে পুলিশ । কোথাও দোকানপাট খোলা থাকলে তা বন্ধ করা হয়ছে । কোথাও বা রাস্তাঘাটে অযথা কাউকে ঘুরে বেড়াতে দেখে লাঠিচার্জ করে পুলিশ ।
কোরোনা : গঙ্গারামপুরে পুলিশের সঙ্গে পথে মহকুমা শাসক - গঙ্গারামপুরে পথে নামলেন মহকুমা শাসক
কোরোনা মোকাবিলায় গঙ্গারামপুর-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ । আজ পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামেন মহকুমা শাসক ।
মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ বলেন, "খবর ছিল, গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়ার নন্দনপুরে আদিবাসীরা জমায়েত করছে । আমরা পুলিশ নিয়ে এলাকায় তড়িঘড়ি পৌঁছাই । যে কোনও ভিড় বা জমায়েত দেখলেই ছত্রভঙ্গ করা হচ্ছে । মানুষজনকে সতর্ক করা হচ্ছে । বারবার বোঝানো হচ্ছে,তাঁরা যাতে মাস্ক ব্যবহার করেন।"
গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস বলেন, "আমাদের কাছে খবর রয়েছে ঠেঙ্গাপাড়া এলাকার নন্দনপুরে আদিবাসী এলাকায় প্রচুর লোক জমায়েত হয়েছে। তবে শুধু আদিবাসী নয় সাধারণ মানুষও যেন বাড়িতে থাকেন সেজন্য আমরা নজরদারি করছি । সবাইকে বলতে চাই তাঁরা যেন বাড়ি থেকে বাইরে না বেরোন।"