পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teachers Fighting in Dakshin Dinajpur: খেলার মাঠে দুই শিক্ষকের হাতাহাতি, দেখল পড়ুয়ারা - পড়ুয়াদের সামনে শিক্ষকদের বিবাদ

কমিটির সদস্য নির্বাচন ঘিরে হাতাহাতিতে জড়ালেন দুই শিক্ষক ৷ খেলার মাঠেই চলল বিবাদ ৷ ঘটনা দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে (Banshihari school teachers fighting) ৷

ETV Bharat
দুই শিক্ষকের হাতাহাতি

By

Published : Feb 4, 2023, 10:53 PM IST

Updated : Feb 4, 2023, 11:09 PM IST

বংশীহারিতে খেলার মাঠে দুই শিক্ষকের হাতাহাতি

বংশীহারি, 4 ফেব্রুয়ারি:গোলমাল শুরু খাদ্য সাব কমিটির কনভেনার নিয়োগ নিয়ে ৷ আর তার জেরে ডিপিএসসি চেয়ারম্যান-সহ মাঠ ভর্তি মানুষের সামনে হাতাহাতিতে জড়ালেন দুই শিক্ষক । খাদ্য সাব কমিটির কনভেনার হতে না পারায় জোনাল ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আগে খেলার মাঠে দুই শিক্ষকের হাতাহাতি । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি উচ্চ বিদ্যালয়ের মাঠে (Teachers Fighting in Banshihari) ৷

শনিবার ছিল বংশীহারি চক্রের 134টি প্রাথমিক ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের 38 তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা । এদিন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে বেলা বারোটা নাগাদ বংশীহারি ফুটবল মাঠে পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন ও পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা হয় । উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার, ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা, বংশীহারি অবর বিদ্যালয় পরিদর্শক মোকসেদ আলম সরকার, পৌরসভার প্রশাসক অখিলচন্দ্র বর্মন প্রমুখ ।

জানা গিয়েছে উদ্বোধন পর্ব শেষ হবার পর খেলা শুরু হবার আগেই অতিথিবর্গের উপস্থিতিতে খাদ্য সাব কমিটির কনভেনার হতে না পারায় মাঠের ভিতর দুই শিক্ষকের বাকবিতণ্ডা বাধে । শেষে তা হাতাহাতির পর্যায়ে যেতে অন্যান্য শিক্ষকরা এসে পরিস্থিতি সামাল দেন ৷ প্রতিবছর সার্কেল স্পোর্টস শুরুর আগে কমিটি নির্ধারণ হয় । সেখানে শিক্ষক উত্তম খাঁ ও অন্যান্য শিক্ষকদের সম্মতিক্রমে খাদ্য সাব কমিটির কনভেনার করা হয় রাধাকৃষ্ণ মাহাতোকে ।

আরও পড়ুন: সন্ত্রাসের আঁতুরঘর থেকে উত্থান ডিএসপি'র, খালেদকে নিয়ে মাতোয়ারা কালিয়াচক

গত বছরে খাদ্য সাব কমিটিতে ছিলেন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব বসাক । কিন্তু এবার তাঁকে কনভেনার না করায় অপূর্ববাবু অপর শিক্ষক উত্তম খাঁয়ের উপর ক্ষোভে ফুসছিলেন বলে অভিযোগ । আর ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল খেলার মাঠে প্রকাশ্যে । অপূর্ব বাবু ও উত্তমবাবুর মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি প্রত্যক্ষ করেন মাঠে উপস্থিত অভিভাবক ও ছাত্রছাত্রীরা । এ নিয়ে ডিপিএসসির চেয়ারম্যান জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে । প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঠিক হয়নি । ক্রীড়া কমিটির সম্পাদককে নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিতে বলা হয়েছে ৷

এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষক তথা বিজেপির বুনিয়াদপুর টাউন মন্ডলের সভাপতি দিপেস বসাক বলেন,"শাসক দলের রাজনৈতিক অঙ্গুলি হেলনে জেলার সমস্ত সার্কেল এবং অঞ্চল কমিটি গঠন হয়েছে । সেখানে নিচু তলার শিক্ষকদের কোন মতামত নেওয়া হয়নি । খেলার উদ্বোধন রাজনৈতিক নেতাদের দিয়ে করানো হয়েছে । স্বাভাবিকভাবেই নিচুস্তরের শিক্ষকদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ খেলার মাঠে দেখা গেল ।"

Last Updated : Feb 4, 2023, 11:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details