পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনার খোঁজ মিলতেই গঙ্গারামপুর থানা চত্বরে শুরু স্যানিটাইজ়িং - গঙ্গারামপুর

গঙ্গারামপুর থানায় কর্মরত এক SI-সহ মোট 9 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলতেই একাধিক পদক্ষেপ পুলিশ প্রশাসনের ৷ গতকাল থেকে শুরু হয়েছে স্যানিটাইজ করার কাজ ৷

Gangarampur police station
গঙ্গারামপুর থানা চত্বরে শুরু স্যানিটাইজ়িং

By

Published : Jun 25, 2020, 2:04 AM IST

কোরোনার খোঁজ মিলতেই গঙ্গারামপুর থানা চত্বরেশুরু স্যানিটাইজ়িং

গঙ্গারামপুর,25জুন : কোরোনা মোকাবিলায় গঙ্গারামপুর থানায় চলছে স্যানিটাইজ়েশনেরকাজ । গত মঙ্গলবার গঙ্গারামপুর থানায় কর্মরত একSI-সহ মোট9জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজমিলেছে । এরপর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছে গঙ্গারামপুর থানার সমস্ত পুলিশ কর্মীসহশহরবাসী । সেই কারণেই এদিন কোরোনা মোকাবিলায় গোটা গঙ্গারামপুর থানা চত্বরে করা হলস্যানিটাইজ়েশন ।

কোরোনার প্রভাব গোটা দেশজুড়ে । লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনাআক্রান্তের সংখ্যা ৷ এবার কোরোনা ভাইরাসের প্রকোপে পড়ল গঙ্গারামপুর থানার পুলিশকর্মীরা । যা নিয়ে রীতিমতো উদ্বেগ দেখা দিয়েছে গোটা গঙ্গারামপুর শহর জুড়ে ।গঙ্গারামপুর থানায় কোরোনা থাবা বসাতেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। যেমন মাস্ক ছাড়া কাউকে থানায় প্রবেশ করতে না দেওয়া । ভালো করে হাত ধোয়া ।স্যানিটাইজ়েশন ব্যবহার করা । এর পাশাপাশি গঙ্গারামপুর থানায় কর্মরত সকলকেইসামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি কোরোনা মোকাবিলায় সব রকম সচেতনতা গ্রহণ করা। এরই মধ্যে গঙ্গারামপুর দমকল বাহিনীর পক্ষ থেকে করা হল থানা চত্বরেস্যানিটাইজ়েশন ।

এই বিষয়ে গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুন্ডুজানান,গত মঙ্গলবার গঙ্গারামপুর থানায় কর্মরত একSI-সহ মোট9জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিসমিলেছে। এরপর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছে গঙ্গারামপুর থানার সমস্ত পুলিশ কর্মীসহশহরবাসী । সেই কারনেই গতকাল সকালে দমকল কর্মীদের পক্ষ থেকে সমস্ত গঙ্গারামপুর থানাচত্বরে করা হল স্যানিটাইজ়েশন । গঙ্গারামপুরবাসী যাতে ভয় না পায় থানার পক্ষ থেকে সেইব্যবস্থাও নেওয়া হচেছ ৷

ABOUT THE AUTHOR

...view details