পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাট পুলিশ হাসপাতালে চালু হল সেফ হোম - সেফ হোম

বালুরঘাট পুলিশ হাসপাতালে চালু হল সেফ হোম। পুলিশ সুপার দেবর্ষি দত্তের উদ্যোগে আজ এই সেফ হোমের উদ্বোধন হয় ৷

safe home started at balurghat
পুলিশ হাসপাতালে চালু করা হল সেফ হোম

By

Published : Aug 15, 2020, 10:42 PM IST

Updated : Aug 16, 2020, 3:02 PM IST

বালুরঘাট, 15 অগাস্ট: 74 তম স্বাধীনতা দিবসের দিনে পুলিশসুপার দেবর্ষি দত্তের উদ্যোগে বালুরঘাট পুলিশ হাসপাতালে চালু করা হল সেফ হোম। আপাতত হাসপাতালে 10 বেডের সেফ হোম চালু করা হয়েছে । জেলার কোনও পুলিশ কর্মী বা আধিকারিক কোরোনায় আক্রান্ত হলে তাদের এই সেফ হোমে রেখে চিকিৎসা করা হবে বলে জেলা পুলিশসুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 2129 জন। যদিও এর মধ্যে এখন পর্যন্ত 1604 জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এদিকে এখন পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছে। কোরোনার বিরুদ্ধে প্রথম সারিতে কাজ করা পুলিশকর্মীদের চিকিৎসার জন্য এবার এগিয়ে এলেন পুলিশসুপার দেবর্ষি দত্ত। শনিবার 74 তম স্বাধীনতা দিবস উপলক্ষে বালুরঘাট পাওয়ার হাউজ এলাকায় অবস্থিত পুলিশ হাসপাতালে 10 বেডের সেফ হোমের শুভ সূচনা করা হল। এদিন একটি অনুষ্ঠানের মধ্য পুলিশসুপার দেবর্ষি দত্ত সেফ হোমের শুভ সূচনা করেন। পুলিশসুপার সহ এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত পুলিশসুপার মহ: নাসিম, DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন সেফ হোম চালুর আগে পুলিশ লাইনে জাতীয় পতাকা উত্তোলন করেন পুলিশসুপার। জেলা পুলিশসুপারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার পুলিশ কর্মীরা।

পুলিশ হাসপাতালে চালু হল সেফ হোম

এবিষয়ে জেলা পুলিশসুপার দেবর্ষি দত্ত জানান, অনেক সময় নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে কোরোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশকর্মীরা। এইসব পুলিশকর্মীদের কথা মাথায় রেখে আজ বালুরঘাট পুলিশ হাসপাতালে সেফ হোম চালু করা হল। হাসপাতালের দুটি ঘরে সব মিলিয়ে 10 টি বেডের ব্যবস্থা থাকছে। যারা মূলত কোরোনায় আক্রান্ত হলে ব্যারাক বা নিজের বাড়িতে থাকতে পারবেন না তাদের কোরোনার চিকিৎসা করা হবে এই হাসপাতালে রেখে। সে ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি তাদের খাবারের ব্যবস্থা করবে জেলা পুলিশ ৷

Last Updated : Aug 16, 2020, 3:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details