বালুরঘাট, ১৩ জুন : কোরোনা মোকাবিলায় আরও বেশি টেস্টের জন্য দক্ষিণ দিনাজপুরে চালু হতে চলছে RT-PCR ল্যাব । আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যদপ্তরের আধিকারিক তথা উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি(OSD) ডাঃ সুশান্ত রায় । জেলার কোরোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয় । বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানান তিনি । জেলা প্রশাসনের তরফে উপযুক্ত পরিকাঠামো এবং আবেদন পেলে আগামী দুই সপ্তাহের মধ্যে জেলায় RT-PCR ল্যাব চালু হতে পারে ।
দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে । 16মে জেলায় প্রথম কোরোনা আক্রান্ত হন এক ব্যক্তি । এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 64 । গত 24 ঘণ্টায় মোট 21 কোরোনা আক্রান্ত হয়েছেন । দুশ্চিন্তায় জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য আধিকারিকরাও । যদিও এর মধ্যে প্রায় 42জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।
আজ বৈঠকে ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে, রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ সহ অন্য আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীরা । তাঁদের সঙ্গে জেলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সুশান্ত রায় ।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুশান্ত রায় জেলার বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কথা স্বীকার করে নেন । জেলায় সোয়াব টেস্টের রিপোর্ট বেশ দেরি করে আসছে । প্রত্যেটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চাপ বাড়ায় বালুরঘাটে RT-PCR ল্যাব চালুর চিন্তাভাবনা নেওয়া হয়েছে । এর জন্য 400-450 বর্গফিট জায়াগা লাগে । ডিপ ফ্রিজ়ার প্রয়োজন । এর জন্য একটু সময় লাগবে ।
COVID 19 : বালুরঘাটে তৈরি হতে চলেছে RT-PCR ল্যাব - ডাঃ সুশান্ত রায়
দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে । আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জেলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সুশান্ত রায় । বৈঠক শেষে জানান, দক্ষিণ দিনাজপুরে চালু হতে চলছে RT-PCR ল্যাব ।
lab
সুশান্ রায় বলেন, “দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর ভাল কাজ করছে । গুজব রটানো বন্ধ করতে ও সঠিক তথ্য জানানোর জন্য প্রত্যেক দিন প্রেস রিলিজ় করার কথা বলেছি জেলাশাসক ও CMOH-কে । পরিকাঠামো ও ম্যান পাওয়ার আছে জানিয়ে আবেদন করলে দু'সপ্তাহের মধ্যে ল্যাব পেয়ে যাবে বালুরঘাট । পাশাপাশি সরকারি কোয়ারানটিন সেন্টারে মাঝেমধ্যে সমস্যা হচ্ছে । তাঁদের মনোরঞ্জনের জন্য কোয়ারানটিন সেন্টারে TV-র ব্যবস্থা করার জন্য প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছি ।”