তপন, 15 অগাস্ট: বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে BJP-তে যোগদান করলেন 200 জন তৃণমূল ও RSP কর্মী-সমর্থক ৷ আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে তৃণমূল ও RSP কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷
আজ তপন থানার সালাস গম্ভীরাতলা গ্রামের তৃণমূল নেতা BJP-তে যোগদান করে জানান, দীর্ঘদিনে সালাস এলাকায় কোনওরকম উন্নয়ন হয়নি ৷ এজন্যই বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা BJP-তে যোগ দিয়েছেন ৷ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের মাত্রা বেড়েছে ৷ প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে ৷