বালুরঘাট, 22 এপ্রিল : নেই পর্যাপ্ত গাড়ি । নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না ভোটকর্মীরা । প্রতিবাদে আজ সকালে বালুরঘাট বাসস্ট্যান্ডে পথ অবরোধ করলেন শতাধিক ভোটকর্মী । খবর পেয়ে ঘটনাস্থানে এসে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় বালুরঘাট থানার পুলিশ । আধিকারিকদের আশ্বাসে ওঠে অবরোধ ।
পর্যাপ্ত গাড়ি না থাকায় বালুরঘাটে অবরোধ ভোটকর্মীদের - election
পর্যাপ্ত গাড়ি না থাকায় বালুরঘাটে পথ অবরোধ করল ভোটকর্মীরা । অবশেষে পুলিশি পদক্ষেপে ওঠে অবরোধ ।
আগামীকাল তৃতীয় দফার ভোট । আজ সকাল থেকেই DCRC থেকে শুরু হয়েছে EVM সহ অন্যান্য জিনিস দেওয়ার কাজ । সকাল থেকেই ভোটকর্মীরা রওনা দিতে শুরু করেছেন ভোটকেন্দ্রের উদ্দেশে । অভিযোগ, ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটকর্মীরা পাচ্ছেন না পর্যাপ্ত গাড়ি । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারংবার জানিয়েও কোনও লাভ হয়নি । অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো ভোটকর্মী । তাদের দাবি, সকলের জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না হলে তারা কোনও গাড়িই যেতে দেবেন না । পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আধিকারিকরা । এরপর তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ভোটকর্মীরা ।