পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাকা রাস্তার দাবিতে অবরোধ গ্রামের মহিলাদের - দক্ষিণ দিনাজপুর

পাকা রাস্তার দাবিতে সরকারি কাজের ফলক বা সাইনবোর্ড তুলে বিক্ষোভ দেখালেন মহিলারা ৷ তপনের ঘটনা ৷

ছবি
ছবি

By

Published : Dec 5, 2020, 11:08 PM IST

তপন, ৫ ডিসেম্বর : পাকা রাস্তার দাবিতে সরকারি কাজের ফলক বা সাইনবোর্ড তুলে নিয়ে এসে তপন - বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তিলন গ্রামের মহিলারা । তিলন মোড়ে পথ অবরোধের জেরে শনিবার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে তপন বালুরঘাট রাজ্য সড়কে । অবরোধকারীদের দাবি দীর্ঘ ২২ বছর ধরে তারা গ্রামের চলাচলের একমাত্র রাস্তা রাস্তার জন্য আন্দোলন করে আসছেন । তবে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি । প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল পাকা রাস্তা করে দেওয়া হবে ।

দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিলন গ্রাম । গ্রামের চলাচলের প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে মাটির । এমনি সময় তেমন অসুবিধা না হলে অসুবিধা হয় বর্ষাকালে। একটু বৃষ্টিতে হাঁটুসমান জলকাদা জমে যায় রাস্তার উপর। বর্ষাকালে রাস্তা নিয়ে নরক যন্ত্রণা ভোগ করেন গ্রামবাসীরা । এদিকে এরইমধ্যে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে ওই রাস্তায় সাইনবোর্ড লাগানো হয়৷ যেখানে উল্লেখ রয়েছে পাকা রাস্তার দু'পাশে গাছ লাগানো হবে৷ মাটির রাস্তা পাকাই হল না অথচ সাইনবোর্ডে পাকা রাস্তা লিখা রয়েছে । গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি টাকার দাবিতে আজ সকাল থেকেই কাজের সেই ফলক বা সাইনবোর্ড তুলে নিয়ে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও পথ অবরোধের অনেক পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসন। এদিকে পাকা রাস্তা না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন ।

পাকা রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামের মহিলাদের

এবিষয়ে বিক্ষোভকারী গ্রামবাসী বিউটি অধিকারি ও কেতকী মহন্ত জানান, তিলন বর্মনপাড়া থেকে আদিবাসী পাড়া পর্যন্ত রাস্তার কাজ না করেই রাস্তার ধারে বোর্ড লাগানো হয়েছে। এদিকে গ্রামে এখনও পাকা রাস্তা না হওয়ায় বর্ষায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করা প্রায় দুষ্কর হয়ে পড়ে গ্রামবাসীদের। পড়াশোনা করতে যেতে চরম দূর্ভোগে পড়তে হয় ছাত্র-ছাত্রীদের। গ্রামে নেই পানীয় জলের সুব্যবস্থাও। পাশাপাশি অনেকের এখনও মেলেনি সরকারি আবাস যোজনার ঘর। তাই পাকা রাস্তা, পানীয় জল এবং সরকারি আবাস যোজনার ঘাটের দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।এবিষয়ে আউটিনা পঞ্চায়েত প্রধান পরমানন্দ বিশ্বাস বলেন, যে বোর্ড লাগানোর কথা বলা হচ্ছে সেটি, রাস্তার দু'ধারে বৃক্ষরোপনের বোর্ড। রাস্তা নির্মাণের জন্য কোন বোর্ড লাগানো ছিল না। রাস্তা নির্মাণের বোর্ড এবং বৃক্ষরোপনের বোর্ড বিষয় দুটি সম্পূর্ণ পৃথক। অন্যদিকে ওই এলাকার রাস্তা পাকা করার জন্য প্রস্তুতি শুরু করেছে পঞ্চায়েত।

ABOUT THE AUTHOR

...view details