পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Block in South Dinajpur: হাসপাতালে চিকিৎসকের দাবিতে পথ অবরোধ কুশমন্ডিতে - South Dinajpur latest news

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের দাবিতে পথ অবরোধ (Road Block in South Dinajpur) করলেন গ্রামবাসীরা ৷ ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে বংশীহারী-মহিপাল যাওয়ার রাস্তা। পরে বিএমওএইচ অমিত ঘোষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ৷

Road Block in South Dinajpur
হাসপাতালে চিকিৎসকের দাবিতে পথ অবরোধ কুশমন্ডিতে

By

Published : Dec 2, 2021, 7:44 PM IST

Updated : Dec 2, 2021, 7:57 PM IST

কুশমন্ডি, 2 ডিসেম্বর: প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের দাবিতে পথ অবরোধ (Road Block in South Dinajpur) গ্রামবাসীদের। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নানাহার এলাকার ঘটনা। নানাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন চিকিৎসক না আসায় এদিন সকাল থেকে পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, স্বাস্থ্যকেন্দ্রের প্রতিদিন চিকিৎসক বসতে হবে। পাশাপাশি ওই স্বাস্থ্যকেন্দ্রে অন্তর্বিভাগ চালু এবং 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরির পরিকাঠামো গড়ে তুলতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুশমন্ডি থানার পুলিশ এবং কুশমন্ডি ব্লকের বিএমওএইচ অমিত ঘোষ। প্রথমে স্থানীয় বাসিন্দারা বিএমওএইচকে ঘিরে বিক্ষোভ দেখান অবশেষে বিএমওএইচের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন ৷ স্বাভাবিক হয় যান চলাচল।

জানা গিয়েছে, নানাহার স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসক সপ্তাহে মাত্র তিনদিন বসেন। সপ্তাহের বাকি দিন তিনি কুশমন্ডি হাসপাতালে চিকিৎসা করেন। ফলে, ওইসব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন চিকিৎসক না থাকায় সমস্যায় পড়েছেন এলাকার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ। প্রতিদিন চিকিৎসক বসার দাবিতে অবরোধ করেন গ্রামবাসীরা। বাম জমানায় এই হাসপাতাল তৈরি হলেও এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসক ঠিকমতো না আসায় সমস্যায় পড়তে হয় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ৷ বহুবার এলাকার বিধায়ক-সহ বিভিন্ন নেতাদের বলা সত্বেও কোনও কাজ হয়নি ৷ সেই কারণে এলাকাবাসীরা আজ সকাল থেকে প্রায় 9 ঘণ্টা ধরে অবরোধ করে রাখে বংশীহারী থেকে মহিপাল যাওয়ার রাস্তা।

হাসপাতালে চিকিৎসকের দাবিতে পথ অবরোধ কুশমন্ডিতে

স্থানীয় বাসিন্দারা পুলিশের সামনেই রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিএমওএইচ প্রথমে এলাকার লোকজনের বোঝানোর চেষ্টা করেন ৷ অবশেষে বিএমওএইচ অমিত ঘোষ কথা দেন কয়েকদিনের মধ্যে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বিষয়টি জানাবেন ৷ এরপর অবরোধ তুলে নেন স্থানীয়রা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু দক্ষিণ দিনাজপুরে

কুশমন্ডি বিধানসভার বিধায়ক রেখা রায় বলেন, ‘‘এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যে এলাকার লোকজন রাস্তা অবরোধ করেছে তা একদম ন্যায্য। কারণ, স্বাস্থ্যকেন্দ্রে কুশমন্ডি ব্লকের কয়েকটি অঞ্চল-সহ বংশিহারি ব্লকের লোকজন এখানে চিকিৎসা করতে আসেন ৷ গঙ্গারামপুর এখান থেকে অনেকটা দূর ৷ আমিও চাই এখানে চিকিৎসক বসুন । তাহলে এলাকার লোকজনের সুবিধা হয়।’’ গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসক না থাকার কারণেই স্থানীয়রা রাস্তা অবরোধ করেন।

Last Updated : Dec 2, 2021, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details