পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিক আপ ভ্যানের ধাক্কা ট্রাক্টরের পিছনে, টলি উল্টে মৃত ১ ও জখম ৩ শ্রমিক - বালুরঘাট থানা

আজ দুপুরে হিলি অভিমুখে যাচ্ছিল ট্রাক্টরটি । সেইসময় হিলির দিকেই যাচ্ছিল একটি পিকআপ ভ্যান । যাওয়ার পথে কামালপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে । ঘটনায় ট্রাক্টরের টলি বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে যায় রাস্তার পাশে । ওই ট্রাক্টরের টলিতে বসে ছিল শ্রমিকরা । টলি রাস্তার পাশে উল্টে যেতেই চাপা পড়ে যায় শ্রমিকরা ।

balurghat news
balurghat news

By

Published : Sep 15, 2020, 10:35 PM IST

বালুরঘাট, 15 সেপ্টেম্বর : পিক আপ ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল শ্রমিকের । বালুরঘাট থানার গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের কামালপুর রাজ্য সড়কে ঘটনাটি ঘটে । মৃত শ্রমিকের নাম শিস শঙ্কর বাসকে(19)। বাড়ি বালুরঘাট থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দাশুল এলাকায়। পথ দুর্ঘটনায় জখম হয়েছে ট্রাক্টরের আরও তিন শ্রমিক । বিষয়টি নজরে আসতেই জখম তিনজনকে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায় স্থানীয়রা । এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানার পুলিশ । পুলিশ মৃতদেহটি এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটিকে উদ্ধার করে নিয়ে আসে বালুরঘাট থানায় ।

আজ দুপুরে হিলি অভিমুখে যাচ্ছিল ট্রাক্টরটি । সেইসময় হিলির দিকেই যাচ্ছিল একটি পিকআপ ভ্যান । যাওয়ার পথে কামালপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে । ঘটনায় ট্রাক্টরের টলি বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে যায় রাস্তার পাশে । ওই ট্রাক্টরের টলিতে বসে ছিল শ্রমিকরা । টলি রাস্তার পাশে উল্টে যেতেই চাপা পড়ে যায় শ্রমিকরা ।

স্থানীয় বাসিন্দা বাপুন মণ্ডল জানান, একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয় । ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের । জখম হন আরও তিন জন। তাঁদের চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয় । রাস্তার মধ্যে হিলিগামী লরি দাঁড়িয়ে থাকার জন্য এমন দুর্ঘটনা মাঝেমধ্যে হয় । এবিষয়ে পুলিশকে আরও বেশি করে নজর দেওয়া উচিৎ ।

পথ দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ত্রিমোহিনী পতিরাম রাজ্য সড়ক । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানার পুলিশ । পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি । শুরু হয় যান চলাচল । মৃতদেহটি এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটিকে উদ্ধার করে নিয়ে যান বালুরঘাট থানার পুলিশ । পুরো ঘটনা খতিয়ে দেখছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details