গঙ্গারামপুর, 28 আগস্ট : 2017 সালের ভয়াবহ বন্যার সময় বসে গেছিল গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকার সেতুর এক পাশ । তখন সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল । পরে সংস্কারও করা হয় । খুলে দেওয়া হয় সেতুটি । কিন্তু, ফের একপাশ বসে যাচ্ছে এই সেতুর । ঝুঁকিপূর্ণ ভাবেই যাতায়াত করছে পণ্যবাহী থেকে যাত্রীবাহী গাড়ি । এ দিকে সেতুর উপর দিয়ে যান চলাচলের গতি নিয়ন্ত্রণ করতে দু'পাশে স্পিড বেকার তৈরি করা হয়েছে । কবে সংস্কার হবে তার কোনও সদুত্তর নেই ৷
2017 সালের আগস্ট মাসের মাঝামাঝি সময় রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল । বন্যায় প্রচুর ঘরবাড়ির ক্ষতি হয় । বন্যার সময় গঙ্গারামপুর এলাকার মহারাজপুরের জাতীয় সড়কের সঙ্গে যুক্ত থাকা একটি সেতুর এক দিক বসে যায় । সে সময় 10-15 দিন এই সেতুর উপর দিয়ে ভারি যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন । পরে সেতুটির সংস্কার করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । শুরু হয় চলাচল । অভিযোগ, বন্যার দু'বছর পেরিয়ে গেলেও মহারাজপুর এলাকার সেতুটি এক পাশে হেলেই রয়েছে ।