পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশে পাচারের আগে বালুরঘাটে উদ্ধার গোরু, গ্রেপ্তার 1

গোপনসূত্রে খবর পেয়ে অযোধ্যা বিওপি সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিএসএফ জওয়ানরা ৷ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷ উদ্ধার হয় 7 টি গোরু, প্রায় 2 কেজি গাঁজা এবং 110 টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল ৷

উদ্ধার হওয়া ফেনসিডিল
উদ্ধার হওয়া ফেনসিডিল

By

Published : Dec 10, 2020, 9:05 AM IST

বালুরঘাট, 10 ডিসেম্বর : বাংলাদেশে পাচারের আগে বালুরঘাটে উদ্ধার গোরু, গাঁজা ও নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিলের বোতল ৷ গ্রেপ্তার এক পাচারকারী ৷

আরও পড়ুন : আজ তৃণমূল সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড প্রকাশ

ধৃতের নাম পবন মণ্ডল ৷ বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা এলাকায় । গতকাল গভীর রাতে অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের অয্যোধা বিওপি সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল গোরু, গাঁজা ও নিষিদ্ধ কাফ সিরাপ ৷ খবর পেয়ে অভিযান চালায় বিএসএফ ৷ এক পাচারকারীকে আটক করা হয় । পরে তাকে গ্রেপ্তার করা হয় ৷ তার কাছ থেকে উদ্ধার হয় 7 টি গোরু, প্রায় 2 কেজি গাঁজা এবং 110 টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল ৷ উদ্ধার হওয়া গোরু ও অন্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লাখ 10 হাজার টাকা ৷

আরও পড়ুন : নাড্ডার প্রচারের পর আজ ভবানীপুরে পাল্টা জনসংযোগ মমতার

গতকাল বিকেলে বালুরঘাট থানার পুলিশের হাতে উদ্ধার হওয়া সামগ্রী তুলে দেয় বিএসএফ জওয়ানরা । এ বিষয়ে বিএসএফের 137 নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় । একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গোরু ও অন্য সামগ্রী উদ্ধার করা হয় ৷ গোরুগুলি কিষাণগঞ্জের সরকারি খামারে পাঠানো হয়েছে ৷ বাকি গাঁজা ও নিষিদ্ধ কাফ সিরাপ বালুরঘাট থানার হাতে তুলে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন :মুখ্যমন্ত্রী ফিরে যেতেই বিজেপির কর্মীদের উপরে হামলার অভিযোগ , পালটা দাবি তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details