দক্ষিণ দিনাজপুর, 3 মে : দক্ষিণ জিনাজপুর জেলায় ছ’টি আসন ৷ তার মধ্যে তিনটি আসনে অর্থাৎ হরিরামপুর, কুশমন্ডি এবং কুমারগঞ্জে জয় পেয়েছে তৃণমূল আর বাকি তিনটিতে অর্থাৎ গঙ্গারামপুর ,তপন এবং বালুরঘাটে জিতেছে বিজেপি ৷ অন্যদিকে হরিরামপুর বিধানসভায় 23 হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ৷ জয়ী হয়েও কিছুটা হতাশ তিনি ৷
তিনি বললেন, "দক্ষিণ দিনাজপুরে 6টির মধ্যে তিনটিতে জয় পেয়েছে তৃণমূল ৷ কিন্তু আমি আশা করেছিলাম জেলার ছ’টিতেই আমরা জয়লাভ করব ৷ কিন্তু তা হল না ৷ আমরা চেষ্টা করব যাতে না জেতা আসনগুলিতে পরবর্তীতে আমরা জিততে পারি ৷ "