কুশমণ্ডি, 5 মে : সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকদের কম সামগ্রী দেওয়ায় ফের এক রেশন ডিলারকে সাসপেন্ড করল দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য বিভাগ । গতকাল কুশমণ্ডির রেশন ডিলার আবদুল মান্নানকে সাসপেন্ড করা হয় । জেলা খাদ্য নিয়ামক জয়ন্তকুমার রায় একথা জানান । গত মাসেও বিভিন্ন অভিযোগে ছয়জন রেশন ডিলারকে সাসপেন্ড করেছিল জেলা খাদ্য বিভাগ ।
কুশমণ্ডি ব্লকের উদয়পুর গ্ৰাম পঞ্চায়েত । কানন্দহ এলাকায় 158 নম্বর রেশন দোকানের মালিক আবদুল মান্নান । তার বিরুদ্ধে কম পরিমাণ রেশন সামগ্রী ও কুপন না দেওয়ার অভিযোগ ওঠে । কয়েকদিন আগে এই নিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । প্রথম দিকে ওই রেশন ডিলারকে সাবধান করা হয় । তবে লাভ হয়নি । কিছুদিন যেতেই ফের একই অভিযোগ ওঠে ওই ডিলারের বিরুদ্ধে । এবার উপভোক্তাদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয় ।