পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে শুরু ধারাবাহিক সোয়াব টেস্ট - corona news

কোরোনার সংক্রমণ রুখতে ধারাবাহিক সোয়াব টেস্ট শুরু হল বালুরঘাটে । প্রতিদিন 15 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হবে ৷

Random swab collection started for corona test in balurghat South Dinajpur
দক্ষিণ দিনাজপুরে শুরু হল রেনডম সোয়াব সংগ্রহ

By

Published : Jun 25, 2020, 7:40 AM IST

বালুরঘাট, 25 জুন : কোরোনা মোকাবিলায় এবার বালুরঘাটে ধারাবাহিক সোয়াব টেস্টের উদ্যোগ নিল জেলা স্বাস্থ্য বিভাগ । গতকাল থেকেই বালুরঘাট স্টেডিয়ামে সোয়াবের নমুনা সংগ্রহ শুরু হয়েছে । যদিও প্রথমে প্রতিদিন 25 জনের সোয়াবের নমুনা সংগ্রহের কথা ছিল ৷ এরপর তা কমিয়ে করা হয় 15 । গতকাল বালুরঘাট পৌরসভার 15 জন কর্মীর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় ।

দক্ষিণ দিনাজপুরে এখন পর্যন্ত 162 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের হদিস । যদিও 78 জন কোরোনা রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে । বালুরঘাটে কোরোনা আক্রান্তের মধ্যে বেশিরভাগই গ্রামীণ এলাকার বাসিন্দা ৷ বালুরঘাট সদর শহর হওয়ায় এখানে লোক সমাগম অনেক বেশি । বালুরঘাট শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে কোরোনা সংক্রমণের হার কোন পর্যায়ে রয়েছে, তা জানতেই জেলার গ্রাম পঞ্চায়েত ও শহরগুলিতে প্রত্যেকের সোয়াবের নমুনা সংগ্রহ করতে চলেছে স্বাস্থ্য বিভাগ । সোমবার এনিয়ে একটি বৈঠকও হয় ৷ সেখানেই জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও শহর এলাকায় সোয়াবের নমুনা সংগ্রহের দিন ধার্য করা হয় ৷ প্রথম দফায় প্রতিদিন 25 জনের সোয়াবের নমুনা সংগ্রহের কথা বলা হয়েছিল । বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, শহরের বাজার এলাকার ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী ও টোটো চালক সহ অন্যদের থেকে প্রথমে সোয়াবের নমুনা সংগ্রহের কাজ করা হবে ।

সেই মতো গতকাল থেকেই বালুরঘাট স্টেডিয়ামে সোয়াবের নমুনা সংগ্রহের কাজ শুরু হয় । এবিষয়ে বালুরঘাট পৌরসভার প্রশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন, পৌরসভার পক্ষ থেকে প্রতিদিন 15 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details