হরিরামপুর,17 অগস্ট: হরিরামপুর ব্লকের মেহেন্দি পাড়ার কিসমত কসবা এলাকায় মদ্যপ অবস্থায় নিজের তিন বছরের পুত্র সন্তানকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক বাবার বিরুদ্ধে (Father Tried to Kill his Son) । আহত ওই শিশুর নাম বিশ্বজিৎ মার্ডি । অভিযুক্ত বাবার নাম প্রদীপ মার্ডি (28) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে ৷
সূত্রের খবর, বুধবার দুপুরে মদ্যপ অবস্থায় প্রদীপ মার্ডি বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ৷ এই বচসা চরমে পৌঁছলে হাঁসুয়া নিয়ে প্রদীপ মার্ডি স্ত্রীকে কোপানোর জন্য তাড়া করে কিন্তু স্ত্রী প্রাণভয়ে সেখান থেকে পালিয়ে যায় ৷ সেইসময় বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা নিজের তিন বছরের ছেলেকে সেই হাঁসুয়া দিয়ে কোপায় অভিযুক্ত প্রদীপ । এই ঘটনার খবর চাউর হতেই হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী-সহ মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে নিয়ে থানায় নিয়ে আসে । হাঁসুয়ার কোপের আঘাতে গুরুতর আহত শিশুটিকে পুলিশের তরফে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছে ।
আরও পড়ুন:কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে ভাইপোকে খুন, গ্রেফতার অভিযুক্ত