গঙ্গারামপুর, 28 মে: রোগী মৃত্যুকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়াল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে । ঘটনার সঠিক তদন্তের দাবিতে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মৃতার আত্মীয় পরিজনরা । দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর গঙ্গারামপুর থানার পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি । কর্তব্যরত ডাক্তার এবং আশাকর্মীর গাফিলতিতে ওই বধূর মৃত্যু হয় বলে দাবি পরিবারের । ফলত অভিযুক্তদের শাস্তির দাবি পরিবারের লোকজন-সহ এলাকাবাসীরা ।
গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের মোস্তফাপুর এলাকার বাসিন্দা নির্মল এক্কা । পেশায় তিনি ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক । তাঁর স্ত্রী শ্যামলী ওঁরাও । পরিবার সূত্রে খবর, লাইগেশন করানোর জন্য এলাকার এক আশাকর্মীর সহযোগিতায় শনিবার সন্ধ্যায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মহিলা । এরপর লাইগেশন করার পর মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় । রবিবার সকালে পরিবারের সদস্য জানতে পারলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে । ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সঠিক তদন্তের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে মৃতের আত্মীয়রা । যার জেরে বন্ধ হয়ে যায় 512 নং জাতীয় সড়কে যান চলাচল । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, ব্লকের বিডিও দাওয়া শেরপা-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা । তবে দীর্ঘ আলোচনার পর পথ অবরোধ তুলে নেয় রোগীর আত্মীয়রা ।