পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে চিকিৎসাধীন বন্দির মৃত্যু, সময়মতো খবর না দেওয়ার অভিযোগ পরিজনদের - balurghat

বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন এক বন্দির মৃত্যুর ঘটনায় পরিবারকে সময়মতো খবর না দেওয়ার অভিযোগ উঠল ৷ মৃতের ভাই জানান, কি ঘটেছে তাঁরা ঠিক মতো কিছু জানেন না ৷ তাঁদের সময়মতো খবর দেওয়া হয়নি ৷

বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন বন্দির মৃত্যু ৷
বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন বন্দির মৃত্যু ৷

By

Published : Apr 24, 2021, 8:05 PM IST

বালুরঘাট, 24 এপ্রিল: শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট হাসপাতালে বালুরঘাট সংশোধনাগারের এক বন্দির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৷ চলতি মাসের কুড়ি তারিখ শারীরিক অসুস্থতা নিয়ে বালুরঘাট হাসপাতালের প্রিজনার্স সেলে ভর্তি করা হয় তাকে ৷ তারপর শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয় । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয় প্রসেনজিৎ কুণ্ডু নামে এই বন্দির ৷ শনিবার সকালে মৃতদেহ বালুরঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য আনা হয় । তারপর সরকারি নিয়মাবলী মেনে ময়নাতদন্তের পর বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ ।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ, গত বুধবার প্রসেনজিৎকে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় । কিন্তু সংশোধনাগারের পক্ষ থেকে বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের কোনও খবর দেওয়া হয়নি । মৃত ব্যক্তির ভাই অভিজিৎ কুণ্ডুর অভিযোগ, তাঁদের কোনও খোঁজ খবর দেওয়া হয়নি । কি কারণে তাঁর দাদার মৃত্যু হয়েছে তাও তাঁদের জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ।

বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন বন্দির মৃত্যুর ঘটনায় পরিবারকে সময়মতো খবর না দেওয়ার অভিযোগ পরিজনদের ৷

অপরদিকে হাসপাতালের চিকিৎসক মহানন্দ মিস্ত্রি জানান, কুড়ি তারিখ হালকা জ্বর এবং ডায়াবেটিস নিয়ে প্রসেনজিৎ কুণ্ডুকে হাসপাতালে ভর্তি করা হয় । ভর্তির পর তার অবস্থা অবনতি হওয়ায় ডা. নিরঞ্জন কর 21 তারিখ তাকে সিসিইউতে স্থানান্তরিত করেন । রক্তে অতিরিক্ত শর্করা থাকার কারণে তার অবস্থার অবনতি হয় এবং সে ভেন্টিলেশনে চলে যায় । 23 তারিখ সন্ধ্যায় তার মৃত্যু হয় ।

জানা গিয়েছে, এক নাবালিকাকে ধর্ষণের জন্য কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে বালুরঘাট সংশোধনাগারে ছিলেন প্রসেনজিৎ কুণ্ডু । তারপর শারীরিক অসুস্থতার কারণে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় সিসিইউয়ে ভেন্টিলেশনে থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয় । 2016 সালের 7 জানুয়ারি বালুরঘাটের খিদিরপুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চলতি বছরের 6 এপ্রিল অভিযুক্ত 5 জনের কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় বালুরঘাট জেলা আদালত । 2016 সালের 9 জানুয়ারি বালুরঘাট জেলা আদালতে মামলাটি ওঠে দীর্ঘ 5 বছর আদালতে মামলা চলার পর অভিযুক্তদের কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত । 6 এপ্রিল 2021 অভিযুক্তদের কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড-সহ কুড়ি হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিচারক । সাজা ঘোষণার মাত্র 14 দিন কারাগারে থাকার পরেই অসুস্থ হয়ে পরে প্রসেনজিৎ কুণ্ডু । বালুরঘাট সংশোধনাগারের পক্ষ থেকে তাকে নিয়ে আসা হয় বালুরঘাট জেলা হাসপাতালে ।

আরও পড়ুন: হাওড়ার সরকারি কোভিড হাসপাতাল থেকে উধাও রোগী

ABOUT THE AUTHOR

...view details