গঙ্গারামপুর, 21 এপ্রিল : গঙ্গারামপুর পৌরসভার তরফে থেকে স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স কর্মীদের হাতে তুলে দেওয়া হল PPE ও N95 মাস্ক। মঙ্গলবার এই মাস্ক এবং PPE বিলির আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর দেবীকোট ভবনে। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার, ভাইস চেয়ারম্যান রাকেশ পণ্ডিত, গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক বর্ধন সহ আরও অনেকে ।
স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স কর্মীদের PPEও N-95 মাস্ক গঙ্গারামপুরে
কোরোনাভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে গোটা দেশের সঙ্গে রাজ্য জুড়ে চলছে লকডাউন। এরমাঝে দিনরাত এক করে কাজ করে চলেছেন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে দমকল কর্মী ও পুলিশ প্রশাসন ।এবারে সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের কথা মাথায় রেখে গঙ্গারামপুর পৌরসভার তরফ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হল PPE এবং N95 মাস্ক । আজ 24 জন স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স কর্মীদের হাতে তুলে দেওয়া হয় এই সরঞ্জামগুলি ।
কোরোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে গোটা দেশের সঙ্গে রাজ্যজুড়ে চলছে লকডাউন। এরমাঝে দিনরাত এক করে কাজ করে চলেছেন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে দমকল কর্মী ও পুলিশ প্রশাসন । এবারে সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের কথা মাথায় রেখে গঙ্গারামপুর পৌরসভার তরফ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হলো PPE এবং N95 মাস্ক । আজ 24 জন স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স কর্মীদের হাতে তুলে দেওয়া হয় এই সরঞ্জামগুলি ।
এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, "গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স কর্মীদের হাতে PPE ও N95 মাস্ক তুলে দেওয়া হল।তাঁরা কোরোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে আমাদের রক্ষা করতে সামনে থেকে লড়াই করছেন । " 24 জন স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স কর্মীদের দেওয়া হয় সরঞ্জামগুলি ।