কুশমণ্ডি, 5 অগাস্ট : পুকুর থেকে উদ্ধার পিতলের কলসি ৷ কলসির মধ্যে পাওয়া গেল প্রাচীনযুগের রূপার মুদ্রা ৷ দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার পরমেশ্বরপুরের ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কুশমণ্ডি থানার পুলিশ ৷ 46টি রূপার মুদ্রাসহ ভাঙা ওই কলসিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷
কুশমণ্ডিতে কলসি ভরা রূপার মু্দ্রা উদ্ধার - south dinajpur
পুকুরে পাট জাক দিতে গিয়ে সপ্তম শ্রেণির ছাত্র বিশাল বৈশ্যের চোখে পড়ে একটি পিতলের কলসি ৷ কলসি থেকে উদ্ধার হয় প্রচুর রূপার মুদ্রা ৷ ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার পরমেশ্বরপুরের শ্রীরামপুরের ৷
শনিবার (3 অগাস্ট) কুশমণ্ডি থানার এক নম্বর আকচা গ্রাম পঞ্চায়েতের পরমেশ্বরপুর এলাকার শ্রীরামপুরে দিদির বাড়িতে ঘুরতে আসে বিশাল বৈশ্য । দিদির বাড়ির কাছেই একটি পুকুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাট জাক দিতে যায় সে ৷ পাট জাক দেওয়ার সময় পুকুরের ধারে একটি পিতলের কলসি দেখতে পায় সে ৷ কলসিটি তুলে সে পাশের কাঁঠাল গাছে ছোড়ে ৷ কলসিটি ভেঙে যায় ৷ সেখান থেকে রূপার মুদ্রা বেরি হয় ৷ পুকুরে আরও অনেকে ছিলেন ৷ এতগুলো পুরোনো মুদ্রা একসঙ্গে দেখে তারা অবাক ৷ অনেকেই মুদ্রা নিয়ে পালিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে কুশমণ্ডি থানার পুলিশ ৷ 46টি রূপার মুদ্রা উদ্ধার হয় ৷ বাকি মুদ্রাগুলির খোঁজে তল্লাশি চলছে ৷
কুশমণ্ডি থানার IC মানবেন্দ্র সাহা বলেন, "আমরা বিষয়টি তদন্ত করে দেখছি ৷" তবে এখনও জানা যায়নি মুদ্রাগুলি কোন সময়কার ৷