বুনিয়াদপুর, 20 এপ্রিল : কোরোনা সংক্রমণ ঠেকাতে বার বার মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছে পুলিশ । মানুষকে সচেতন করছে । কিন্তু তারা নিজেরা কতটা সচেতন ? পুলিশ কি মানছে সামাজিক দূরত্ব ? গতকাল বুনিয়াদপুরের চৌপথি এলাকায় কর্তব্যরত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের আচরণে এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে ।
বুনিয়াদপুরে অসচেতন পুলিশকর্মীরা, মানলেন না সামাজিক দূরত্ব - বুনিয়াদপুরে সামাজিক দূরত্ব মানলেন না পুলিশকর্মীরা
মানুষকে সচেতন করছেন প্রতিনিয়ত । অথচ নিজেরাই অসচেতন । তাই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে খাবার দেওয়া হলে তা নিতে ঘেঁষাঘেষি করেই দাঁড়ালেন বুনিয়াদপুরে কর্তব্যরত পুলিশ কর্মীরা ।
গতকাল এক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বুনিয়াদপুরের চৌপথি এলাকায় কর্তব্যরত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের গ্লুোকজ ও শুকনো খাবার দেওয়া হয় । খাবার নিতে এসে পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মধ্যে কাউকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা গেল না । প্রত্যেকেই ঘেঁষাঘেষি করে দাঁড়ান । আর তারপরই তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । ওয়াকিবহালমহলের মতে, কোরোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ ও জরুরি তা নিয়ে মানুষকে সচেতন করার দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে । অথচ তারা নিজেরাই সচেতন নয় ।
এবিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাসকে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, " বিষয়টি নিয়ে এখন কিছু বলব না । খোঁজ নিচ্ছি । "