বালুরঘাট, 14 মে : বাড়ি থেকে রাস্তায় বের হলেই ঢাকতে হবে মুখ । মাস্ক হোক বা রুমাল বা অন্য কাপড় দিয়ে মুখে ঢাকতে হবে । মুখ না ঢেকে রাস্তায় বের হলেই এবার আটকাবে পুলিশ । আজ বিকেলে বালুরঘাট বাস স্ট্যান্ডে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হল । মূলত যারা মুখ না ঢেকে রাস্তায় বেরিয়েছে তাদের মাস্ক পরলে তবেই গন্তব্যে যাওয়ার জন্য ছাড়া হচ্ছে ।
লকডাউন কিছুটা শিথিল হতেই সরকারি নির্দেশিকাকে অগ্রাহ্য করে মুখ না ঢেকেই রাস্তায় বের হতে শুরু করেছে মানুষ । সরকারি নির্দেশিকাকে কার্যকরী করতে ফের বালুরঘাটের রাস্তায় নামল পুলিশ । আজ লকডাউনের 51তম দিন । প্রথম দুই দফার লকডাউন কার্যকরী করতে কড়া ছিল পুলিশ প্রশাসন । তবে তৃতীয় দফার লকডাউনে কিছুটা শিথিল করা হয়েছে পরিস্থিতি । এমন কী, শর্তসাপেক্ষে দোকানপাট খোলা ও গাড়ি চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে । অভিযোগ, এরপরও সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায় চলাচল করছে সাধারণ মানুষ । এমন কী, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি চলাচল করছে ।