গঙ্গারামপুর, 5 নভেম্বর : বুধবার রাতে এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে কয়েক হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল গঙ্গারামপুর থানার পুলিশ। এবছর কোরোনা আবহে ছোটো করে হলেও কালীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে গঙ্গারামপুর শহরসহ আশপাশের এলাকায়। শব্দবাজির দাপট বন্ধ করার লক্ষে গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন বিভিন্ন মার্কেটে অভিযান চালায় এবং প্রচুর শব্দবাজি উদ্ধার করে । এই শব্দবাজির মোট মূল্য 15 থেকে 20 হাজার টাকা । আগামীদিনে আরও অভিযান চলবে বলে জানালেন গঙ্গারামপুরের পুলিশ আধিকারিক ।
গঙ্গারামপুরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি - বিভিন্ন দোকানে অভিযান
বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে কয়েক হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল গঙ্গারামপুর থানার পুলিশ।এই শব্দবাজির মোট মুল্য প্রায় 15 থেকে 20 হাজার টাকা ।
2020 সালে দীপাবলির সময় যাতে শব্দবাজির দাপট না হয় সেই জন্য তৎপর গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন । এই নিষিদ্ধ শব্দবাজি রুখতে গঙ্গারামপুর থানার পুলিশ বুধবার রাতে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালায় । গঙ্গারামপুরের বড় বাজার ,ক্ষুদিরাম মার্কেট সহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত করা নিষিদ্ধ শব্দবাজির মধ্যে রয়েছে চকোলেট বোমা , লঙ্কা পটকা , তুবড়ি , আলু পটকা ।
এবিষয়ে গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুমার কুণ্ডু বলেন, "দীপাবলি কালীপুজোতে শব্দবাজির দাপট রুখতে বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। বুধবার রাতে বড়বাজার সহ আরও বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কয়েক হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় প্রতিদিনই আমাদের এই অভিযান চলবে।"