তপন, ১০ মার্চ: উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য দোল উৎসবে নিষেধাজ্ঞা ছিল মাইক বাজানোয়। ফলে এবার দোল পূর্ণিমায় আয়োজিত সঙ্গীত ও নৃত্য আনুষ্ঠানগুলি মাইক ছাড়াই হয়। তবে ব্যতিক্রম দক্ষিণ দিনাজপুরের তপন ব্লক চত্বর। যেখানে মাইক ও DJ বক্স বাজিয়ে কোমর দুলিয়ে নাচলেন স্বয়ং রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদা। মুহুর্তে যে ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। শুরু হয় সমালোচনা। নেটিজেনরা প্রশ্ন তোলে, মন্ত্রীর জন্য কি আলাদা আইন আছে? মন্ত্রীর সাফাই, "নিষেধাজ্ঞা থাকলেও সব জায়গাতেই মাইক বাজানো হয়েছে।"
গতকাল তপন BDO অফিস চত্বরে দোল উৎসবের বিশেষ আনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে সপরিবারে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। তপন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস, স্থানীয় BDO ছোগেল মোক্তান তামাংসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও সাধারণ মানুষ ভিড় জমান দোল উৎসবের আনন্দ নিতে। অভিযোগ, প্রশাসনের কর্তারাই প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মূল অনুষ্ঠান শেষে DJ বক্স ও মাইক বাজিয়ে নাচানাচি শুরু করেন৷ গানের তালে কোমর দুলিয়ে নাচেন বাচ্চু হাঁসদাও। যে ঘটনা জানাজানি হতেই সমালোচনার ঝড় ওঠে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। যেখানে প্রশাসনের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার তিনদিন আগে থেকে মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে কী করে মাইক বাজিয়ে দোল উৎসব পালন করা হয়, এমনকী মন্ত্রী ও জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে। স্বয়ং মন্ত্রীকে যেখানে নাচতে দেখা যায়৷ গোটা ঘটনায় সরব হয়েছে BJP।