পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্লাস্টিকমুক্ত সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা শুরু বালুরঘাটে - দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিগত কয়েক বছরে বাংলার প্রতিটি জেলায় চলছে সবলা মেলা ৷ গতকাল দক্ষিণ দিনাজপুরে এই মেলা শুরু হয়েছে, চলবে 18 তারিখ পর্যন্ত ৷ তবে এবছর জেলা প্রশাসনের নতুন উদ্যোগ প্লাস্টিক মুক্ত মেলা ৷ যদিও এতে মেলার ক্রেতা - বিক্রেতাদের সাধুবাদ কুড়িয়েছে জেলা প্রশাসন ৷

Plastic free fair of Self-reliant group fair at balurghat, South dinajpur
বালুরঘাটে প্লাস্টিক মুক্ত সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা, উদ্যোগে জেলা প্রশাসন

By

Published : Jan 13, 2020, 12:23 PM IST

Updated : Jan 14, 2020, 2:26 PM IST

বালুরঘাট, 13 জানুয়ারি : বালুরঘাটে শুরু হল প্লাস্টিক মুক্ত সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা ৷ গতকাল থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের মাঠে পশ্চিমবঙ্গ সরকার , স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে শুরু হল সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা ৷ মেলা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত ৷ জেলা প্রশাসনের প্লাস্টিকমুক্ত সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা ৷

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিগত কয়েক বছরে বাংলার প্রতিটি জেলায় চলছে সবলা মেলা ৷ অন্যান্য বছরের মতো এবারও দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা ৷ গতকাল বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সবলা মেলার সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ ৷ এছাড়াও ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত , SDO বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা ৷

দেখুন ভিডিয়ো ...

এবছরের মেলার মোট স্টল ছিল 62 টি ৷ যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল ছিল সবথেকে বেশি ৷ তবে এবারের মেলায় শালপাতা ও কাগজ ব্যবহারের উপর জোর দিয়েছে প্রশাসন ৷ মেলা সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত করা হয়েছে ৷ এছাড়াও মেলার আরও একটি আকর্ষণ হল প্রত্যেক দিন চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ৷

মেলাকে প্লাস্টিকমুক্ত করার বিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, এবছরের মেলায় প্লাস্টিকমুক্ত সবলা মেলায়, প্লাস্টিকের বদলে কাপড়, চট ও কাগজের ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে । এমনকী, প্লাস্টিক ব্যবহার করা হলে করা হতে পারে জরিমানাও ৷

Last Updated : Jan 14, 2020, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details