বালুরঘাট , 19 জানুয়ারি : তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল আত্মীয়ের বিরুদ্ধে । ঘটনাটি বালুরঘাট ব্লক এলাকার ৷ বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।
3 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আত্মীয় - ধর্ষণ
দুপুরে কেউ বাড়িতে না থাকার সুযোগে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে আত্মীয় ৷ বিষয়টি নজরে আসতেই পরিবারের লোকজন ওই শিশুটিকে বালুরঘাট হাসপাতাল ভরতি করেন । লোকলজ্জার ভয়ে প্রথমে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেননি । হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের নজরে আনে । যদিও গতরাত পর্যম্ত শিশুটির পরিবারের পক্ষে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।
দুপুরে কেউ বাড়িতে না থাকার সুযোগে এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত । বিষয়টি নজরে আসতেই পরিবারের লোকজন শিশুকে বালুরঘাট হাসপাতাল ভরতি করেন । লোকলজ্জার ভয়ে প্রথমে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেননি । হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের নজরে আনে । বিষয়টি জানতে পেরে বালুরঘাট থানার IC জয়ন্ত বিশ্বাস হাসপাতালে যান । শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন । সূত্রের খবর, অভিযুক্তের বয়স 18-র নিচে । যদিও পুলিশ এ বিষয়ে কিছু বলতে চায়নি ।
এদিকে চলতি মাসেই কুমারগঞ্জে দু'টি ধর্ষণের অভিযোগ ওঠে । ফলে, দক্ষিণ দিনাজপুরে নারীদের নিরাপত্তা কতটা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।