তপন, 5 সেপ্টেম্বর : লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচন । তার আগে দলকে মজবুত ও সংগঠিত করতে উদ্যোগী হয়েছে রাজ্য BJP নেতৃত্ব। উত্তরবঙ্গের দায়িত্ব পাওয়ার পর শনিবার ফের দক্ষিণ দিনাজপুরে এলেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ আজ গঙ্গারামপুরসহ অন্যান্য বিধানসভা এলাকার দলীয় কর্মীদের নিয়ে তপনে বৈঠক করেন সায়ন্তনবাবু । বৈঠকে হাজির ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ, সাধারণ সম্পাদক বাপি সরকার-সহ জেলার অন্য নেতৃত্ব।
তপনে সাংগঠনিক বৈঠক শেষে কুশমণ্ডি বিধানসভা এবং গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুরে একটি অনুষ্ঠানে প্রায় 250 জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগ দেন । সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সায়ন্তন বসু । এরপর হরিরামপুর বিধানসভার গাঙুরিয়া গ্রাম পঞ্চায়েতে প্রায় 30 জন BJP-তে যোগদান করেন।
দক্ষিণ দিনাজপুরে সায়ন্তন বসুর হাত ধরে BJP-তে যোগদান - BJP-র খবর
দক্ষিণ দিনাজপুর BJP-র ভিত আরও মজবুত হল । বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগ দিলেন প্রায় 280 জন মানুষ ।
সায়ন্তন বসু
আরও পড়ুন : রাজগঞ্জে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন BJP সাংসদ
এবিষয়ে সায়ন্তন বসু বলেন, "দলীয় সংগঠনের বৈঠক করতে জেলায় এসেছিলাম । এখানে প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় 250 জন মানুষ তৃণমূল-সহ অন্য দল ছেড়ে BJP-তে যোগদান করেছেন ।"
আরও পড়ুন : BJP ক্ষমতায় এলে কলকাতায় CESC বিদ্যুতের দাম 50 শতাংশ কমবে : বিজয়বর্গীয়