বংশীহারী, 7 ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পর আটটা বছর কেটে গেলেও মেলেনি বুনিয়াদপুর মহকুমা স্টেডিয়াম (Buniadpur Mahakuma Stadium) । ছ'বছর আগে প্রস্তাবিত স্টেডিয়ামে কয়েক হাজার ট্রাক্টরের মাটি এখন খানাখন্দে পূর্ণ । কোনও অজানা কারণে বন্ধ রয়েছে মহকুমা স্টেডিয়ামের কাজকর্ম । তবে এখনও আশার আলো দেখছেন মহকুমা ক্রীড়া সংস্থা সহ-ক্রীড়াপ্রেমীগণ । মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই জেলা সফরে স্টেডিয়াম হওয়ার আশায় এখনও পথ চেয়ে বসে আছেন বুনিয়াদপুরবাসী-সহ বিভিন্ন ক্রীড়াবিদরা (WB CM Mamata Banerjee to visit Dakshin Dinajpur on 7 November) ।
1999 সালে গঠিত হয় মহকুমা ক্রীড়া সংস্থা । শুরুর দিন থেকে খেলোয়াড়দের জন্য একটি ভাল স্টেডিয়ামের দাবি তুলেছিল তারা । বাম জমানায় রাজনৈতিক চাপানউতোরে তা হয়ে ওঠেনি । 2011-য় তৃণমূল সরকার ক্ষমতায় এলে ক্রীড়াপ্রেমীরা ফের আশার আলো দেখতে শুরু করেন । 2013-য় 26 নভেম্বর কুশমন্ডিতে (Kushmandi) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করতে আসেন ৷ সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক স্টেডিয়ামের জন্য প্রস্তাব রাখেন তাঁর কাছে । সেদিন ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বুনিয়াদপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় উন্নত মানের স্টেডিয়াম তৈরি করা হবে ।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর প্রায় এক বছর কেটে গেলেও স্টেডিয়াম তৈরি নিয়ে কোনও হেলদোল দেখা যায়নি । 2014-র 12 অগস্ট মুখ্যমন্ত্রী (WB CM Mamata Banerjee) প্রশাসনিক বৈঠক করতে আসেন গঙ্গারামপুর রবীন্দ্রভবনে । সেই সময় স্থানীয় একটি সংবাদপত্রে স্টেডিয়াম বিষয়ে প্রকাশিত খবর থেকে হাল-হকিকত জানতে পারেন তিনি ৷ তখন জেলা নেতৃত্বের উপর রুষ্ট হয়ে ওই বৈঠকে স্টেডিয়ামের জমি নির্ধারণের জন্য জেলাশাসককে নির্দেশ দেওয়া হয় ৷
আরও পড়ুন : Mamata Banerjee at Malda: প্রশাসনিক বৈঠক করতে মালদায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী