বালুরঘাট, 10 নভেম্বর: সেতুর শুরুতে লেখা 'বিপজ্জনক সেতু, যাতায়াত নিষেধ' ৷ তার মধ্যেই ঝুঁকিপূর্ণভাবে চলছে সেতু পারাপার ৷ বালুরঘাটের ডাকবাংলোপাড়া ও গীতাঞ্জলির মধ্যে আত্রেয়ী খাড়ির উপর ফুটব্রিজটির একাংশ ভেঙে পড়ে যায় বৃহস্পতিবার ৷ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চলছে সেতু পারাপার ৷ যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ ঘটনা নজরে আসতে তড়িঘড়ি ব্যবস্থা নেয় বালুরঘাট পৌরসভা ৷ সেতুর দুপাশে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা ৷ পথচলতি মানুষকে সেতু ব্যবহারে নিষেধ করা হচ্ছে ৷
বালুরঘাট পৌরসভার অন্তর্গত ডাকবাংলোপাড়া ও গীতাঞ্জলির মধ্যে আত্রেয়ী খাড়ির উপর এই ফুটব্রিজটি তৈরি হয়েছিল বাম আমলে ৷ সেতুটি তৈরি হওয়ায় খুব কম সময়ে পৌঁছে যাওয়া যেত গীতাঞ্জলি বাজারে ৷ অভিযোগ উঠছে, বাম আমলে ফুটব্রিজটি তৈরি হলেও পরে আর সেভাবে কোনওদিন সংস্কার করা হয়নি । সেতুটির রেলিং একাধিক জায়গায় ভাঙা ৷ বছর খানেক আগে ঘটনাটি প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ । ফুটব্রিজের উপর দিয়ে মোটর বাইক ও টোটো চলাচল বন্ধ করতে নির্দেশিকা জারি করা হয় । ব্রিজের দু'পাশে কংক্রিটের ব্যারিকেডও করা হয়েছিল পৌরসভার তরফে ৷ কিছুদিন যেতেই সেই ব্যারিকেড ভেঙে ফের মোটরবাইক ও টোটো চলাচল শুরু হয় । বৃহস্পতিবার দুপুরে প্রথমবার ব্রিজটির একাংশ ভেঙে যায় । বিকেলের দিকে দ্বিতীয়বার ঝাঁকুনি দিয়ে ব্রিজটি আরও ঝুঁকে যায় । ঘটনা পৌরসভার নজরে আসতে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় ৷ সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ ব্রিজে পাকাপাকি ভাবে লাগিয়ে দেওয়া হয় লোহার রড । এরপরও পুলিশের ব্যারিকেড ও আটকানো লোহা টপকে যাতায়াত করছে সাধারণ মানুষ । যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ।