বংশীহারি , 6 এপ্রিল : কোরোনা মোকাবিলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হচ্ছে । স্থানীয় প্রশাসন বিভিন্নভাবে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে । কিন্তু প্রশাসনেকে বুড়ো আঙুল দেখিয়ে বুনিয়াদপুরের ফুটবল মাঠ এলাকায় গ্রাহকরা জমায়েত করছেন বিভিন্ন দোকানের সামনে ।
দূরত্ব বজায় থাকছে না বুনিয়াদপুরের সোশাল ডিসটেন্স মার্কেটে - লকডাউন
লকডাউনকে উপেক্ষা করেই গ্রহকরা ভিড় করছেন বাজারে । প্রশাসনের নির্দেশ অমান্য করেই জমায়েত বুনিয়াদপুর ফুটবল মাঠের সোশাল ডিসটেন্স বাজারে ।
![দূরত্ব বজায় থাকছে না বুনিয়াদপুরের সোশাল ডিসটেন্স মার্কেটে ছবি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6680096-1017-6680096-1586147922837.jpg)
দিন দিন বেড়েই চলেছে কোরোনা সংক্রমণ । সেই সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে সরকার । খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে প্রশাসন থেকে। এত কিছুর পরেও সচেতনতার অভাব রয়ে গেছে বুনিয়াদপুর শহরের বিভিন্ন এলাকার লোকজনের মধ্যে । আগে বুনিয়াদপুরে হাটখোলা এলাকায় বাজার বসত । কিন্তু সেখানে জায়গার সমস্যা হওয়ায় বুনিয়াদপুর ফুটবল মাঠে সেই বাজার স্থানান্তরিত করে নাম দেওয়া হয় বুনিয়াদপুর সোশাল ডিসটেন্স মার্কেট । কিন্তু সেখানেও সকালবেলা দেখা যায়, সবজি বাজার থেকে শুরু করে বিভিন্ন মাছ মাংসের দোকানে ভিড় করছেন গ্রাহকরা । সরকারি নিয়মকে তোয়াক্কা না করে এভাবে প্রতিদিনই গ্রাহকরা বাজার করতে আসছেন । এখানে পৌরসভা থেকে কর্মীরা দেখাশোনার দায়িত্বে থাকলেও তাঁদেরকে পরোয়া না করেই বিভিন্ন দোকানের সামনে ভিড় করছেন গ্রাহকরা ।
এই বিষয়ে মন্টু সাহা নামে এক গ্রাহক বলেন, " পৌরসভার পক্ষ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যেন দোকানদাররা গ্রাহকদের দূরত্ব বজায় রাখা দেখে জিনিসপত্র দেন । কিন্তু সেইসব না মেনে গ্রাহকরা দোকানের সামনে ভিড় করছেন, সবজি বাজার থেকে শুরু করে বিভিন্ন মাংসের দোকানে। আমরা চাই, পৌরসভা থেকে বা গঙ্গারামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নিয়ম মেনে চলার ব্যবস্থা করা হয় ।"