বংশীহারী, 20 মে : সরকারি হাসপাতাল আছে অথচ সেখানে নেই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা । এমনই বেহাল পরিকাঠামোর চিত্র ধরা পরল বুনিয়াদপুরে অবস্থিত রশিদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে(Rashidpur Rural Hospital)। বৃহস্পতিবার রাতে ঝড়ে পর থেকে দুপুর পর্যন্ত রশিদপুর গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎপরিষেবা না থাকায় সমস্যার মধ্যে পড়তে হয়েছে বহু দূর দূরান্ত থেকে আসা রোগীদের । সবাই চায় হাসপাতলে বিকল্প বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা হোক ।
বৃহস্পতিবার রাত থেকে বুনিয়াদপুর শহর বংশীহারী ব্লক প্রচণ্ড ঝড় বিদ্যুৎএর পর থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকার পাশাপাশি রশিদপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগী-সহ ভোগান্তি পোহাতে হচ্ছে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের । গরমের পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে পরিষেবা দিতে হয় এবং প্রায় বিদ্যুৎ না থাকায় হাসপাতলে ইনভার্টার থাকলেও তিন চার ঘন্টার বেশি জলে না ফলে সমস্যার মধ্যে পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে । তবে এই বিষয়ে বহুবার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও সমস্যার সুরাহা হয়নি । এমনকি 2019 সালে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার হাসপাতালের জন্য জেনারেটর বরাদ্দ করলেও এখনও পর্যন্ত তা হয়ে ওঠেনি । হাসপাতাল কর্তৃপক্ষ চায় কোনও মন্ত্রী বা যে কেউ হাসপাতলে রোগীদের স্বার্থে জেনারেটরের ব্যবস্থা করুক ।